নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ছেলের জয় নিশ্চিত করতে নিজের আসন ছেড়ে দিতে চান মানেকা গান্ধী। এই নিয়েই নাটক শুরু হয়েছে বিজেপির অন্দরে। ২০১৪ সালে উত্তরপ্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অমৃতা সিংকে হারিয়ে জয়ী হয়েছিলেন বরুণ গান্ধী।
কিন্তু এবার সেই আসনে তাঁর জয়ের সম্ভাবনা কম বলেই মনে করছেন মা মানেকা। তাই, নিজের কেন্দ্র উত্তরপ্রদেশের পিলিভিট আসনটি থেকে বরুণকে প্রার্থী করতে চাইছেন তিনি। বদলে হরিয়ানার কার্নাল আসনটি দাবি করেছেন মোদি সরকারের নারী ও শিশুকল্যাণমন্ত্রী। যদিও, এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিজেপি। দলীয় সূত্রে খবর, মা-ছেলের আসন পরিবর্তন নিয়ে শেষ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহই।