এবারের পুজোর আনন্দ ধুয়ে দেবে কি বৃষ্টি? পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা৷ তারপর মর্তে নেমে আসবেন দেবী দুর্গা৷ দুর্গা বন্দনায় মেতে উঠবে গোটা বিশ্ব৷ বাংলাও৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কিন্তু কেমন থাকবে উৎসবের দিনগুলির আবহাওয়া? বৃষ্টি এবারের পুজোর আনন্দ কি ধরে দেবে? জবাব দিচ্ছে আলিপুর আবহাওয়া৷ জানা গিয়েছে, এবারের পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে৷ তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব

এবারের পুজোর আনন্দ ধুয়ে দেবে কি বৃষ্টি? পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা৷ তারপর মর্তে নেমে আসবেন দেবী দুর্গা৷ দুর্গা বন্দনায় মেতে উঠবে গোটা বিশ্ব৷ বাংলাও৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কিন্তু কেমন থাকবে উৎসবের দিনগুলির আবহাওয়া? বৃষ্টি এবারের পুজোর আনন্দ কি ধরে দেবে? জবাব দিচ্ছে আলিপুর আবহাওয়া৷

জানা গিয়েছে, এবারের পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে৷ তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ তবে, পুজোর দু’দিন আগেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এবার ৩ অক্টোবর পড়েছে পঞ্চমী৷ নবমী এবার ৯ অক্টোবর৷ মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ১০ অক্টোবর৷ ফলে বর্ষার শেষ লগ্নে এবারের দুর্গা পুজার নির্ঘণ্ট হওয়ায় বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না হাওয়া অফিস৷ পুজোর দিনগুলিতে আদতে বর্ষার মধ্যেই পড়ছে৷ ফলে বর্ষার গতিপ্রকৃতি কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে তা স্পষ্ট করতে পারবে আবহাওয়া দপ্তর৷ কেননা, বর্ষা বিদায় নেওয়ার আগে দু’এক পশলা বৃষ্টি নামিয়ে তবেই বিদায় নেয়৷ এটাই গত কয়েক বছরের চলে আসছে৷ ফলে, এবার যে বৃষ্টি হবে না, তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ উড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে আপাতত কোনও নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি না হলে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে৷ হাওয়া অফিস বলছে, অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ঘূর্ণাবর্ত প্রবল হওয়ার সম্ভাবনা থাকে৷ ফলে, বঙ্গোপসাগরে উপর আপাতত কড়া নজর রাখছে ঘূর্ণাবর্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 14 =