কলকাতা: একুশে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টালিগঞ্জ থেকেও কি দাঁড়াতে পারেন তিনি? তৃণমূল নেত্রীর মন্তব্যেই বাড়ল জল্পনা৷ এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার সময় তিনি বলেন, ‘‘টালিগঞ্জে প্রার্থী হচ্ছেন অরূপ বিশ্বাস৷ আমিও দাঁড়াতে পাড়ি৷’’ এর পর থেকেই বাড়তে শুরু করেছে জল্পনার পারদ৷
আরও পড়ুন- টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সোনালী, গলা ধরে এল আরাবুলের
প্রসঙ্গত এর আগে তিনি নিজেই বলেছিলেন, সব কেন্দ্রেই তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী৷ এদিন প্রার্থী ঘোষণার সময় তিনি টালিগঞ্জ থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিতও দেন৷ এ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহ করেন৷ আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রার্থী৷ আমি দাঁড়ানো মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো৷ আমার ছবি তো থাকবে না, থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ তাঁর উন্নয়নকে সঙ্গে নিয়েই টালিগঞ্জের মানুষের কাছে যাব৷’’
আরও পড়ুন- প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহ তৃণমূলের অন্দরে, কারও চোখে জল
এদিকে, নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কথা দিয়ে কথা রাখেন, তাই নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন তিনি। নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘ভবানীপুর আমার বড় বোন এবং নন্দীগ্রাম আমার মেজ বোন। নন্দীগ্রামে আমি দাঁড়াবই।’
তবে ভবানীপুরে তিনি লড়বেন না বলে দিন স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। ভবানীপুরের প্রার্থী হতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, বাকি তিনটি আসন পাহাড়ের। এই তিনটি আসনে প্রার্থী দেন বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা৷ একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তাঁর দল৷