কলকাতা: পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় মূল অভিযুক্ত কাদের খানের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় অন্য অভিযুক্তদের আগেই সাজা হয়ে গিয়েছিল কিন্তু মূল অভিযুক্ত কাদের খান ফেরার থাকার পরেই নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তার পরেই তার বিচারপ্রক্রিয়া শুরু হয়। কাদের খানের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন জানান হয়েছে যে, এই মামলায় আগেই অভিযুক্তদের সাজা ঘোষণা হয়ে গিয়েছে সেই পুরনো সাক্ষীদের বয়ান নিয়ে নতুন করে এই মামলায় যুক্ত করা যাবে না। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছে।
আরও পড়ুন- গাড়িতে লালবাতি, নীলবাতি নয়, দলীয় সাংসদ-বিধায়কদের কড়া বার্তা মমতার
পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় বেশ কয়েকজন অভিযুক্তদের আগেই সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত। প্রধান অভিযুক্ত কাদের খানকে পরে গ্রেফতার করা হয়েছিল। তাই পুরনো সাক্ষীর বয়ান এই মামলায় যুক্ত করা যাবে না বলে হাইকোর্টে আবেদন জানিয়েছে কাদের খান। তাহলে কি বিনা বিচারেই পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা থেকে রেহাই পেয়ে যাবে কাদের? এই প্রশ্ন এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে নিম্ন আদালতে বিচারাধীন মামলার সাক্ষীদের পুনরায় জেরা করা হোক, এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত কাদের খান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের এক পানশালায় নির্যাতিতার সঙ্গে আলাপ জমিয়েছিল কাদের আর তার বন্ধুরা। ফেরার সময় তাদের গাড়িতেই উঠেছিলেন তিনি। এরপর অভিযোগ ছিল যে, চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে কাদের। বাকিরা মদত জোগায়। রবীন্দ্র সদনের কাছে গাড়ি থেকে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। জানা গিয়েছিল পড়ে টলিউডের এক নামকরা অভিনেত্রী কাদেরকে পালাতে সাহায্য করেছিল। এরপর লড়াই লড়তে লড়তেই এনকোফেলাইটিসে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মৃত্যু হয় নির্যাতিতার।