খুব তাড়াতাড়ি ত্রিপুরা যাব! আগাম হুঁশিয়ারি দিলেন সায়নী

খুব তাড়াতাড়ি ত্রিপুরা যাব! আগাম হুঁশিয়ারি দিলেন সায়নী

কলকাতা: ত্রিপুরার পুরভোটের লড়াই করছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে প্রচারে গিয়ে গ্রেফতার হয়েছিলেন যুব নেত্রী সায়নী ঘোষ। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল ত্রিপুরা এবং বাংলা। যদিও গ্রেফতারির ৪৮ ঘণ্টার ভেতরেই জামিন পেয়ে যান সায়নী। সেই প্রেক্ষিতে এবার তিনি আগাম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতেন যে খুব তাড়াতাড়ি আবার ত্রিপুরায় যাবেন তিনি। একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে তিনি বললেন, এই ভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবে না গেরুয়া বাহিনী।

আগামীকাল ত্রিপুরায় পুরভোট এবং সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উত্তাপ ব্যাপক। পুরভোটের বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে সায়নী বলেন, দেশের সর্বোচ্চ আদালতের ওপর ভরসা রয়েছে কিন্তু তাঁকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। যদিও সায়নী জানাচ্ছেন তিনি কখনোই ভয় পাননি। পাশাপাশি এও জানিয়ে দেন যে এই ভাবে ভয় দেখিয়ে বিজেপি কিছু করতে পারবে না কারণ তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না। এই ইস্যুতে আজ একটি ফেসবুক পোস্ট করেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী। সেখানে তিনি বলেন, মা-মাটি-মানুষের আত্মসম্মানে আঘাত করতে চেয়েছিল অনেকে কিন্তু তারা বোঝেনি যে এই ভাবে এত সহজে দমিয়ে দেওয়া যায় না। এছাড়াও তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আগামীকাল ত্রিপুরায় পুরভোট। পুরভোটের আগে ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। ৬৪৪ টি পোলিং বুথের মধ্যে ৩৭০টি অতি স্পর্শ কাতর এবং ২৭৪ টি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে৷ অতি স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ত্রিপুরা স্টেট রাইফেলসের ৪ জন জওয়ান৷ স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ৪ জন সশস্ত্র পুলিশ৷ আগরতলা পুরসভার পোলিং বুথগুলিতে থাকবেন ত্রিপুরা স্টেট রাইফেলসের ৫ জন করে জওয়ান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =