‘বিজেপির হাত শক্ত করেছে তৃণমূল’, ফুরফুর শরিফ থেকে বাংলা জয়ের ঘোষণা ওয়েইসির!

‘বিজেপির হাত শক্ত করেছে তৃণমূল’, ফুরফুর শরিফ থেকে বাংলা জয়ের ঘোষণা ওয়েইসির!

d14f515820d4d9b6301bb3b132fe5b73

 

নিজস্ব সংবাদদাতা, হুগলি: একুশের ভোটে পীরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই বাংলায় লড়বে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম৷ রবিবার ফুরফুরা শরিফে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করার পর এমনটাই জানিয়ে দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর কথায় ‘‘বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই এগিয়ে যাব আমরা। ওঁর পাশে থাকব আমরা। আব্বাস সিদ্দিকি যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব।’’ 

রবিবার সাতসকালে দমদম বিমানবন্দরে পা রাখেন মিম প্রধান আসাদউদ্দিন। সেখান থেকে সোজা ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন তিনি। সকাল থেকেই জল্পনা চলছিল আচমকা আব্বাস সিদ্দিকির সঙ্গে আসাদউদ্দিনের এই সাক্ষাৎ কি তাহলে কী জোটের ইঙ্গিত বহন করছে? উত্তরটা তা যে হ্যাঁ তা জানতে বা বুঝতে খুব বেশি সময় লাগল না৷ তাহলে কী আব্বাস সিদ্দিকি মিমে যোগ দেবেন, নাকি নিজের আলাদা দল গড়ে মিমের সঙ্গে জোট বেঁধে লড়বেন, তা দেখার অপেক্ষাতেই রয়েছে রাজনৈতিক মহল। 

রবিবার আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর সেই ছবি পোস্ট করে টুইট করেন ওয়াইসি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে আব্বাসের। তাঁকে এইসময় দলে টানতে পারলে বিহারের পর পূর্ব ভারতের আরও একটি রাজ্যে নিজেদের সংগঠনের বিস্তার করতে পারবে মিম। মূলত এ রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত ১৩৭টি আসনই তাঁদের নজরে। যা বাংলার নির্বাচনে একটি বড় ফ্যাক্টর৷ এদিকে মিমকে বারবার বিজেপির বি-টিম বলেছে তৃণমূল৷ এপ্রসঙ্গে ওয়েইসি জানান, “সংখ্যালঘুদের  নিয়ে যদি এতই চিন্তা, তাহলে গুজরাত যখন জ্বলছিল, কোথায় ছিলেন মমতা? উনি নিজেই তো বিজেপি-কে আটকাতে পারছেন না। এত লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাঁদের আটকাতে পারছেন না কেন? আসলে বিজেপি-র হাত শক্ত করেছে তৃণমূলই। গত লোকসভা নির্বাচনে তো বাংলায় লড়েনি মিম। তা সত্ত্বেও বিজেপি ১৮টা আসন পেল কী ভাবে?’’

 

 

যদিও এই বিষয়টিকে প্রকাশ্যে আমল দিতে নারাজ তৃণমূল৷ তাদের দাবি, বিজেপির ভোট কাটানোই মিমের লক্ষ্য, বাংলার মানুষ কখনও তাদের গ্রহণ করবেন না এবং মিমের আগমনে বাংলার রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছে শাসকদল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *