কলকাতা: রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। রাজ্যের কংগ্রেস কর্মীদের এই মনোভাব দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর কাছে পৌঁছে দিতে বুধবার রাতে দিল্লি গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আগামী ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে যোগদানের প্রশ্নে রাজ্য নেতৃত্বের মতামত জানতে চেয়েছিল কংগ্রেস হাইকমান্ড। তা নিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করবেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাহুলের সঙ্গে সোমেনবাবুর বৈঠকে হাজির থাকবেন এআইসিসি’র সাধারণ সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গৌরব গগৈ। তৃণমূলের সভায় কংগ্রেসের প্রতিনিধি পাঠানোর বিরুদ্ধে সোমেনবাবুরা। উল্লেখ্য, দলের অন্দরে গোষ্ঠী বিভাজন থাকলেও ব্রিগেড সভা সম্পর্কে বাংলার কংগ্রেস নেতৃত্বের মধ্যে কোনও মতপার্থক্য নেই।
বাংলায় তৃণমূলের সঙ্গে সমঝোতা করবে কংগ্রেস? হাইকমান্ডকে বোঝালেন সোমেন
কলকাতা: রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। রাজ্যের কংগ্রেস কর্মীদের এই মনোভাব দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর কাছে পৌঁছে দিতে বুধবার রাতে দিল্লি গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আগামী ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে যোগদানের প্রশ্নে রাজ্য নেতৃত্বের মতামত জানতে চেয়েছিল কংগ্রেস হাইকমান্ড। তা নিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করবেন তিনি। আজ বৃহস্পতিবার