‘২ মাস পরেই দিল্লি আসতে পারি’, সফর শেষে রাজধানীতে জানিয়ে গেলেন মমতা

‘২ মাস পরেই দিল্লি আসতে পারি’, সফর শেষে রাজধানীতে জানিয়ে গেলেন মমতা

কলকাতা: দিল্লি সফর সেরে ঘরে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তাঁর দিল্লি সফর সফল৷ তবে এবার থেকে দু’মাস অন্তর দিল্লি আসতে পারেন তিনি৷ ২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে এবার থেকে বারবার দিল্লি যে তাঁর গন্তব্য হতে চলেছে সেই ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- শুনানি হল না, পিছিয়ে গেল রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলা

দিল্লি দখলের লড়াইয়ে মোদী বিরোধী জোট গড়ার ডাক দিয়েছেন তিনি৷ কিন্তু জোটের নেতৃত্ব দেবেন কে? এদিন আবারও সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে গেলেন মমতা৷ দিয়ে গেলেন গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা৷ বাংলায় ফেরার আগে আরও একবার বুঝিয়ে দিলেন, বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে যদি বারবার দিল্লি আসতে হয়, তার জন্য তিনি প্রস্তুত৷ কারণ তাঁর সামনে সবচেয় বড় চ্যালেঞ্জ হল দেশরক্ষা৷ আর সেই লক্ষ্যে লিডার নয়, ক্যাডার হয়ে কাজ করতে চান তিনি৷ 

আরও পড়ুন- পর্ন-কাণ্ডে গ্রেফতার মডেল নন্দিতা ও সঙ্গী মৈনাককে পুলিশি হেফাজতের নির্দেশ

দিল্লি সফরে সোনিয়া, রাহুল, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে দেখা হলেও, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷ সেই প্রশ্নের জবাব দিল্লি ছাড়ার আগে দিয়ে যান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, সামনা সামনি শরদজির সঙ্গে দেখা না হলেও, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বৈঠক হওয়ার পর থেকেই জোট জল্পনা জোড়াল হতে শুরু করেছিল রাজনৈতিক শিবিরে৷ কিন্তু এর পরেই শোনা যায় শরদ পাওয়ারকে নাকি রাষ্ট্রপতি করার ভাবনাচিন্তা চলছে৷ এর পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই জল্পনা আরও উস্কে দেয়৷ এর মধ্যে দিল্লিতে গিয়েও শরদ পাওয়ারের সঙ্গে মমতার দেখা না করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =