কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দাবি করা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দু’ধাপে ইতিমধ্যেই ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে রবিবার পর্যন্ত কিছু জানা না গেলেও আজ জানা গিয়েছে, মোট ৮২২ কোম্পানি বাহিনীই পেতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এমন ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ বাকি বাহিনীও আসছে। তাহলে কি ভোটে প্রতি বুথে থাকতে চলেছে কেন্দ্রীয় বাহিনী? সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়।
রবিবার সকালে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি-র সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা গিয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে কী ভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। আসলে তারা ভেবে নিয়েছিলেন যে, বাকি বাহিনী আসবে না তাই যে বাহিনী আছে তা প্রতি বুথে মোতায়েন করা সম্ভব নয়। সেক্ষেত্রে বুথে রাজ্য পুলিশ থাকবে এবং ভোট কেন্দ্র পাহারা বা এলাকা টহলদারিতে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখন ৮২২ কোম্পানি বাহিনীই এসে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তাই দেখার।
সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। যদিও এখনও পর্যন্ত প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন কি না, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে তারা স্পষ্ট করবে। প্রসঙ্গত, প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি দেয় কেন্দ্র।