কলকাতা: দুর্গাপুজোয় কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটা জানা গিয়েছিল। বঙ্গ বিজেপি শিবির এই নিয়ে প্রচারও শুরু করেছিল। কিন্তু আপাতত যা জানা গিয়েছে তাতে হতাশ হতে হবে বাংলার বিজেপি সমর্থকদের। কারণ যেটুকু জানা গিয়েছে তাতে চলতি পুজোয় শহরে আসছেন না তিনি। ইতিমধ্যেই খবর, অমিত শাহ কলকাতায় আসার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত নেই নয়াদিল্লি থেকে।
আরও পড়ুন- হোটেলের ঘর থেকে উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’, ঘনাচ্ছে রহস্য
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, কলকাতায় এসে কয়েকটি পুজো উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পরে জানান হয়েছিল অষ্টমীর দিন শহরে পা রাখবেন তিনি। কিন্তু এখন জানা গেল, পুজোর মধ্যে কলকাতায় আর আসছেন না শাহ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, অমিত শাহ পুজোতে কলকাতায় আসার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন। কিন্তু বিশেষ কাজ থাকায় অমিত শাহ অষ্টমীর দিনও আসতে পারছেন না। এদিকে আরও জানা গিয়েছিল যে, দলের সবর্ভারতীয় সভাপতি জে পি নাড্ডাও পুজোতে কলকাতা আসবেন। সেটাও হচ্ছে না বলেই খবর।
একুশের নির্বাচনকে সামনে রেখে কলকাতায় দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। সেটাই প্রথমবার। কিন্তু ভোটের ফল যা হয়েছিল তারপর বিজেপি আর এই পুজো করবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী, একবার পুজো করলে তিন বছর করতেই হয়। আর বিজেপি চায়নি যে হঠাত পুজো বন্ধ করে মানুষের কাছে খারাপ বার্তা দিতে। তাই গত বছর পুজো করেছিল তারা, এবারেও করল।