কলকাতা: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট৷ পুরভোট কি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে? প্রশ্ন থেকেই গেল৷ সোমবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন- নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা, বলছেন, ‘দিদি আসলে ভাল হত’
রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, নিরপেক্ষ মাইক্রো অবজারভার ও অবজারভার চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিল বিজেপি৷ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যের সদ্য সমাপ্ত চার পুরনিগম ভোট বাতিল সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ জানাল, এই মুহূর্তে এই মামলার কোনও সিদ্ধান্ত তাঁরা নিচ্ছেন না।
উল্লখ্য, নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন গেরুয়া নেতারা। একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করার জন্যও আর্জি জানানো হয়। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিল গেরুয়া শিবির৷ বিজেপি নেতাদের অভিযোগ, ভোটের মধ্যেও সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেগুলিকেই প্রচারের হাতিয়ার করছে রাজ্যের শাসক দল।সেইসঙ্গে যাঁরা নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করতে পেরেছেন, তাঁদেরকেও মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>