কোনও বেনামি সম্পত্তি নেই, দাবি অনুব্রতর! জামিন কি মিলবে আজ

কোনও বেনামি সম্পত্তি নেই, দাবি অনুব্রতর! জামিন কি মিলবে আজ

8d6fdbc88450508cbb3fb9d035e65ad6

আসানসোল: সিবিআই যে অভিযোগ করেছিল তা নস্যাৎ করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আগেই দাবি করেছেন যে তিনি জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করছেন। শনিবার তাঁকে আদালতে পেশ করার আগে আরও বড় দাবি করলেন তিনি। অনুব্রত জানান, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই তাঁর আইনজীবী জামিনের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন- কতজনকে দেশে ঢুকিয়েছে? আল কায়দা জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য

গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আজ তাঁর সিবিআই হেফাজতের শেষ দিন। আজই আসানসোল বিশেষ আদালতে তোলা হবে তাঁকে। সূত্রের খবর, সিবিআই তাঁকে আরও ৪-৫ দিন হেফাজতে চাইতে পারে। আপাতত অনুব্রত মণ্ডলের তাঁর বিপুল সম্পত্তির টাকার উৎস কী তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। যদিও অনুব্রত নিজে যে দাবি করেছেন তাতে শোরগোল পড়েছে। শুক্রবারই বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআই হানার পর খোঁজ মিলেছে দামি দামি একাধিক গাড়ি।

জানা গিয়েছে, ২০১৩ সালে ৪৫ বিঘা জমির ওপর তৈরি এই চালকলটি আনুমানিক ৫ কোটি টাকা দিয়ে কেনেন অনুব্রত, এমনটাই সূত্রের খবর। এখানে শুধু গাড়ি নয়, একাধিক মোটর বাইকও মিলেছে। সঙ্গে রয়েছে একাধিক ট্রাক। বিতর্ক এখানেই শেষ নয়। দেখা গিয়েছে, অনুব্রত যে কালো গাড়ি ব্যবহার করতেন তাতে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকার আছে। কেন গাড়িতে মমতার সরকারের স্টিকার লাগানো তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *