চাঁচল: আমি বাঁচতে চাই৷ সরকারের কাছে সাহায্যের আবেদন করছি। মৃত্যুর মুখে ঢলে এমনই কাতর আর্তি জানালেন মালদহের চাঁচল-২ নং ব্লকের জালালপুর পঞ্চায়েতের দক্ষিন কালিগঞ্জের বাসিন্দা মোস্তফা (৩৫)।
আরও পড়ুন- দেশের ১৩টি হাইকোর্ট পেল নয়া প্রধান বিচারপতি, কলকাতায় কে?
তাঁর দুটি কিডনিই বিকল। নতুন ভাবে কিডনি প্রতিস্থাপনে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিন্ত সেই বিশাল খরচের চিকিৎসা করাতে অসমর্থ্য ওই দিনমজুর পরিবারটি। পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনকারী। পেশায় দিনমজুর মোস্তফার এখন বাঁচার স্বপ্ন নিয়ে কাতর। উল্লেখ্য মাস কয়েক খানেক আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মালতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পাশাপাশি বিভিন্ন জায়গাই চিকিৎসাও করেন। অবশেষে তার দুটি কিডনি বিকল বলে জানিয়েছেন চিকিৎসকেরা৷ এমতাবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁর পরিবারের লোকেরাও।
মোস্তফার স্ত্রী সনো বিবি বলেন,আমার তিন নাবালক পুত্র সন্তান রয়েছে। উপার্জনকারী একমাত্র আমার স্বামী। কিন্তু গত দু’মাস ধরে তিনি মারণ রোগে আক্রান্ত। তবে ঋণ করে মালদাতে চিকিৎসা করে জানতে পারি স্বামীর দুটি কিডনি বিকল। এছাড়াও পেটের লিভারে জল জমেছে। চিকিৎসকদের পরামর্শ অনুসারে স্বামীকে কলকাতায় নিয়ে গেলেই সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। দিন আনা দিন খাওয়া পরিবার। কোথায় পাব এত অর্থ? সেই চিন্তায় ঘুম উড়েছে।
স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও এই রোগের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘরে অসুধ কেনার টাকা নেই। এই অবস্থায় কোথায় কিভাবে স্বামীর চিকিৎসা করাবেন, তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না তিনি৷ তবে সরকারি সাহায্য মিললে হয়তো আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরবেন স্বামী৷ তাই সনো বিবির কাতর আর্জি, সরকার পাশে এসে দাঁড়াক৷ চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানান, বিষয়টি জানলাম। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা যেন পায়, স্থানীয় বিডিও-র সাথে যোগাযোগ করে ব্যবস্থা করা হচ্ছে।