পরকীয়া সন্দেহে স্ত্রীর নলি কেটে খুন, আত্মসমর্পণ স্বামীর

কলকাতা: একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার৷ বা ঠান্ডা মাথায় খুন। ক্রাইম থ্রিলারের চেয়ে যা কোনও অংশে কম নয়৷ গল্প করতে করতে ছুরি দিয়ে স্ত্রীর নলি কেটে খুন করলেন স্বামী৷ খুন করার পর সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী সমীর শিকারি। ওই মহিলার নাম মালা শিকারি (৩২)। সোমবার রাতে সোনারপুর থানার পশ্চিম শীতলা এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।
স্ত্রীকে অনেক দিন ধরেই সন্দেহ করতেন সমীর। তিনি মনে করতেন মালা পরকীয়া সম্পর্কে লিপ্ত৷ সম্পর্কে সন্দেহের বশেই স্ত্রীকে খুন করেছে বলে মনে অনুমান পুলিশের। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ১৫ বছর আগে বিয়ে হয় সমীর ও মালার৷ তাঁদের একটি ১৩ বছরের কন্যা সন্তানও রয়েছে৷ সোমবার রাতে শ্বশুরবাড়ি যান সমীর। কথা বলার জন্য বারান্দায় স্ত্রীকে ডেকে পাঠায় সে। মালা এলে তাঁর সঙ্গে গল্পে মেতে ওঠে সমীর।এমন সময় হঠাৎ করেই ছুরি বার করে স্ত্রীর গলায় চালিয়ে দেয় সে। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে মালাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷