আসানসোল: পুরভোট নিয়ে উত্তাপ বাড়ছেই আসানসোলে। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে আগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছিল তৃণমূল কংগ্রেস। পাল্টা তিনিও ঘাসফুলের বিরুদ্ধে অভিযোগ আনেন বহিরাগতদের দিয়ে ভোট করানোর। এবার আরও বড় অভিযোগ তোলা হল। তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করছেন জিতেন্দ্র তিওয়ারি। এই দাবি ঘিরে এখন শোরগোল আসানসোলে। তবে পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, জিতেন্দ্রর স্ত্রী চৈতালি ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন।
আরও পড়ুন- ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা..’ বিস্ফোরক বার্তা দেবাংশুর
আগেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। তবে জিতেন্দ্র পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধেই। তাঁর বক্তব্য, বহিরাগতদের এনে এখানে ভোট করাতে চাইছে তৃণমূল। সেই প্রেক্ষিতে তিনি বুথে ঢুকতে যান, তখন তাঁকে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের সাময়িক বচসা হয়।
আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সিআইএসএফ নিরাপত্তা ছাড়া তিনি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে ঢুকতে পারবেন বলে পুলিশের পক্ষে জানানো হয়, এমনটাই দাবি করছে বিজেপি। অন্যদিকে, সকালেই আসানসোলে দুই বিজেপি প্রার্থীকে আটক করা হয় বলে খবর ছিল। ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থীকে সকালেই আটক করে পুলিশ।