কলকাতা: নজরে রাজধানী৷ ৪২-এ ৪২এর টার্গেট নিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুরুতেই এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা৷ দেশে একাধিক স্ট্রাইক নিয়ে মোদীকে আক্রমণ করেন তিনি৷
এদিন দেশের সমস্ত রাজনৈতিক দলকে চ্যালেজ্ঞ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা এবার ৪১ শতাংশ মহিলা প্রার্থী ঘোষণা করছি৷ শুরুতেই গতবারের নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান তিনি৷ এদিন বেশ কিছু সাংসদের নাম বাতিল করে বেশ বর্তমান সাংসদের নাম লোকসভা নির্বাচনের জন্য ঘোষণা করেন৷ নদীয়ায় গুলিতে খুন হওয়া সত্যিজৎ বিশ্বাসের স্ত্রীকেও প্রার্থী করার কথাও ঘোষণা করেন তিনি৷
সুব্রত মুখোপাধ্যায়কে দিল্লির টিকিট দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব তুলে নেন মমতা৷ বীরভূমে তৃণমূল প্রার্থী হচ্ছেন শতাব্দী রায়৷ যাদবপুরের তৃণমূল সাংসদ তথা প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসুর বদলে এদিন তৃণমূল প্রার্থী হিসাবে মিমি চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়৷
একনজরে তৃণমূলের প্রার্থী তালিকা৷
- পুরুলিয়া: তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত৷
- দমদম: তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়৷
- ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন৷
- আসানসোল: তৃণমূল প্রার্থী মুনমুন সেন৷
- বারাসত: তৃণমূল প্রার্থী হলেন কাকলি ঘোষ দস্তিদার৷
- মথুরাপুর: তৃণমূল প্রার্থী হলেন সি এম জটুয়া৷
- ডায়মন্ডহারবার: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
- বনগাঁ: তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর৷
- কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
- কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
- বাঁকুড়া: তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়৷
- ঘাটাল: তৃণমূল প্রার্থী দেব ৷
- বীরভূম: তৃণমূল প্রার্থী হলেন শতাব্দী রায়৷
- কলকাতা দক্ষিণ: তৃণমূল প্রার্থী মালা রায়৷
- যাদবপুর: তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী
- রানাঘাট: তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস
- উলুবেড়িয়া: তৃণমূল প্রার্থী হলেন সাজদা আহমেদ
- আলিপুরদুয়ার: তৃণমূল প্রার্থী দশরথ তিরকে
- মালদহ দক্ষিণ: তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন
- মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী হলেন আবু তাহের
- হুগলি: তৃণমূল প্রার্থী রত্না দে নাগ
- মেদিনীপুর: তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া
- বহরমপুর: তৃণমূল প্রার্থী হলেন অপূর্ব সরকার
- জঙ্গিপুর: তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
- আরামবাগ: তৃণমূল প্রার্থী হলেন অপরূপা পোদ্দার
- কৃষ্ণনগর: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
- বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল প্রার্থী মুমতাজ সঙ্ঘমিত্রা
- বোলপুর: তৃণমূল প্রার্থী অসিত মাল
- কাঁথি: তৃণমূল প্রার্থী হলেন শিশির অধিকারী
- তমলুক: তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী
- দমদম: তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়
- দার্জিলিং: অমর সিংহ রাই
- কোচবিহার – পরেশ অধিকারী
- আলিপুরদুয়ার-দশরথ তিরকে
- রায়গঞ্জ-কানাইলাল অগ্রবাল
- বালুরঘাট-অর্পিতা ঘোষ
- মালদা দক্ষিণ-মোয়াজ্জেম হোসেন
- মালদা উত্তর-মৌসম বেনজির নূর
- বহরমপুর-অপূর্ব সরকার
- বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল
- বসিরহাট: তৃণমূল প্রার্থী নূসরত জাহান
বিস্তারিত আসছে…