কলকাতা: জানেন কি কেন প্রয়োজন ছিল এই লক ডাউনের? লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একটি বিশেষ টিম গবেষণা করে জানিয়েছে, সংক্রামন সম্ভাবনা কমাতে পারে লক ডাউন।
একজন করোনা বা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি এক বা একাধিক ব্যক্তি'কে আক্রান্ত করতে পারে। কিন্তু, সেই অনুপাত যদি 'এক' এর নিচে নেমে আসে তবে তা কিছুটা ভাল। শহরের লক ডাউন সেই বিষয়টি নিশ্চিত করতে পারে।
ওই নির্দিষ্ট গবেষণাটি বলছে, সামাজিক দূরত্ব বা 'সোশ্যাল ডিসট্যানসিং' বজায় রেখে, বয়স্কদের বিশেষ ভাবে সরিয়ে রেখে বা আক্রান্তদের ইসলেশনে রেখে বা একটি বড় অংশের মানুষকে কোয়ারেন্টিনে রেখে কোভিড ১৯ কে কিছুটা আটকানো যেতে পারে। কিন্তু, ধীরে ধীরে পরিস্থিতি বুঝে প্রশাসন ওর শহর বা দেশকেই বদ্ধ করে দিতে পারে। তাকে বলে লক ডাউন।
করোনার রি-প্রোডাকশন (R) যদি ১ এর তলায় থাকে তবে কিছুটা স্বস্তি হতে পারে। এবং, তা নিশ্চিত করতে লক ডাউন জরুরি বলে দাবি করেছে গবেষণাটি। চীনের হুবেই প্রভিন্স লক ডাউন করে দিয়েছিল। ওই প্রভিন্স এর মধ্যেই উহান শহর, যেখান।থেকে ছড়িয়েছে কোভিড ১৯। সারা বিশ্ব যখন প্রথম এই খবর শুনেছিল, তখন কিছুটা অবাকই হয়েছিল। কী করে ১১ মিলিয়ন জনতাকে লক ডাউন করা যেতে পারে? কিন্তু, এখন যা পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন জায়গায় লক ডাউন শুরু হয়েছে। ভারত এবং পশ্চিমবঙ্গও সেই তালিকায়।