বাংলায় এত অভিযোগ কেন? জানতে চাইলেন কমিশন-কর্তা

কলকাতা: ভোটের অশান্তিতে অসন্তুষ্ট ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সোমবার দিনভর দফায় দফায় বৈঠকে সেই অসন্তোষের কথা তিনি জানিয়ে দেন জেলাশাসক ও পুলিস সুপারদের। ডেপুটি নির্বাচন কমিশনার জেলাশাসকদের কাছে জানতে চান, এত অভিযোগ এ রাজ্য থেকে কেন আসছে? বুথের সামনে জমায়েত কেন হচ্ছে? ১৪৪ ধারা সত্ত্বেও বুথের সামনে কেন গোলমাল হবে? পুলিস কী করছে? থানার

798dabcc35aa118d557f3702ed2863cf

বাংলায় এত অভিযোগ কেন? জানতে চাইলেন কমিশন-কর্তা

কলকাতা: ভোটের অশান্তিতে অসন্তুষ্ট ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সোমবার দিনভর দফায় দফায় বৈঠকে সেই অসন্তোষের কথা তিনি জানিয়ে দেন জেলাশাসক ও পুলিস সুপারদের।

ডেপুটি নির্বাচন কমিশনার জেলাশাসকদের কাছে জানতে চান, এত অভিযোগ এ রাজ্য থেকে কেন আসছে? বুথের সামনে জমায়েত কেন হচ্ছে? ১৪৪ ধারা সত্ত্বেও বুথের সামনে কেন গোলমাল হবে? পুলিস কী করছে? থানার ওসিরা যদি কথা না শোনে আমাদের বলুন, সাসপেন্ড করে দেব। যিনি নিরপেক্ষভাবে কাজ করবেন না, তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে। বিভাগীয় তদন্ত হবে সেই সব অফিসারদের বিরুদ্ধে। সপ্তম দফার ভোটে কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে হবে। অতীতের ভোটগুলিতে যারা গোলমাল পাকিয়েছে, তাদের বিরুদ্ধে সিআরপিসি’র ১৫১ ধারায় ব্যবস্থা নিতে হবে। কলকাতা ও সল্টলেকের বুথের সামনে সব ক্লাব ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করে দিতে হবে বলেও পুলিসকর্তাদের নির্দেশ দিয়েছেন সুদীপ জৈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *