‘এত হতাশা কেন’? জুতোর মালা পরানোর প্রসঙ্গে তৃণমূলকে ‘দেউলিয়া’ বলে কটাক্ষ রাজীবের

‘এত হতাশা কেন’? জুতোর মালা পরানোর প্রসঙ্গে তৃণমূলকে ‘দেউলিয়া’ বলে কটাক্ষ রাজীবের

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: চাটার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে বিজেপি যোগ রাজীবের৷ তারপর থেকেই উত্তপ্ত হাওড়ার রাজনৈতিক মহল৷ হাওড়ার বাঁকড়ায় রাজীবের ছবি জুতোর মালা পড়িয়ে পোড়ানো হয়৷ এদিকে আজ বারুইপুরে সভা করতে যাওয়ার সময় কালো পতাকাও দেখানো হয় রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে৷ এদিনের সভা থেকে তা নিয়ে মুখ খুললেন রাজীব৷ ঠান্ড মেজাজে শাসকদলকে জিজ্ঞাসা করলেন এত হতাশা কেন? একইসঙ্গে বলেন, এই কার্যকলাপই বুঝিয়ে দিচ্ছে দেউলিয়া হয়ে গিয়েছে তৃণমূল৷

তিনি আরও বলেন, যত ঘৃণ্য প্রচার করবে, কুৎসা করবে, তত ভারতীয় জনতা পার্টির উপর আশীর্বাদ নেমে আসবে। আসলে এই কালো পতাকা আমাদের জেদ বাড়িয়ে দেয়।” ‌এরপরেই রাজীব প্রশ্ন করেন, তৃণমূলের এত হতাশা কেন? রাজীব বলেন, “কত জুতোর মালা পরাবে পরাও। যত কালি লাগাবে লাগাও। তোমরা যত জুতোর মালা পরাবে, তত মনে করব সাধারণ মানুষ আমাদের ফুলের মালা পরাচ্ছে।”

বিজেপিতে যোগ দেওয়ার পরও রাজীব প্রশ্ন তুলেছিলেন তিনি তো কাউকে ব্যক্তিগত আক্রমণ করছেন না তাহলে তাকে নিয়ে এত চিন্তা কেন তৃণমূলের? এবার বারুইপুরের সভা থেকেই সেই প্রসঙ্গ তুলে শাসকদলকে তুলোধনা করলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *