কলকাতা: করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে লাগাতার চার দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাদের মতোই ২০১৭-র টেট উত্তীর্ণরা করুণাময়ীতে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এই আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুলিশি ব্যর্থতার কথা শোনাল আদালত। এই প্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢুকতে বেরোতে যাতে বেরোতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করবেন বিধাননগর পুলিশ কমিশনার এবং জেলা মুখ্য বিচারক।
আরও পড়ুন- ফের শহরে টাকার হদিশ, উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি
কিন্তু কেন পর্ষদ এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না? আদালতের এই প্রশ্নে পর্ষদের তরফে জানান হয়, যেখানে অনশন চলছে সেটা জনবহুল এলাকা। সেখানে হাসপাতাল, অফিস, স্কুল রয়েছে। চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শুধু চাকুরিপ্রাথীরা নয়, আন্দোলনকারীরা সন্তানদের সেখানে নিয়ে আন্দোলন করছেন। তাই পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। পুলিশ মাইকিং করছেন বারংবার কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড়। ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও তারা সেখানে অবস্থানে বসে আছেন। যদিও আদালত জানিয়েছে, ১৪৪ ধারা জারি রয়েছে এপিসি ভবনের সামনে, তাই পুলিশ ১৪৪ ধারা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।