কেন ফিরছে না পাশ-ফেল? শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

কলকাতা: স্কুলস্তরে পাশ-ফেল ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি দিল এসইউসিআই। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর এবং নভেন্দু পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল স্মারকলিপি দিয়ে আসে। শনিবার পার্লামেন্টে একই দাবিতে গণডেপুটেশন দেবে সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এবং সারা ভারত ডিএসও। শুক্রবার হাজরা মোড়েও একই দাবিতে শীর্ষনেতা কার্তিক সাহার নেতৃত্বে

কেন ফিরছে না পাশ-ফেল? শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

কলকাতা: স্কুলস্তরে পাশ-ফেল ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি দিল এসইউসিআই। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর এবং নভেন্দু পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল স্মারকলিপি দিয়ে আসে। শনিবার পার্লামেন্টে একই দাবিতে গণডেপুটেশন দেবে সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এবং সারা ভারত ডিএসও। শুক্রবার হাজরা মোড়েও একই দাবিতে শীর্ষনেতা কার্তিক সাহার নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে সারা বাংলা সেভ এডুকেশন কমিটি।
ক্ষোভ প্রধান শিক্ষকদের: ২৫ ডিসেম্বরের ছুটিতে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) নিয়ে প্রশিক্ষণের দিন ফেলা হয়েছে। এতে ব্যাপক চটেছেন সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা। স্কুলশিক্ষা কমিশনার সৌমিত্র মোহনের লেখা এই চিঠিতে বলা হয়েছে, ২৪ এবং ২৫ ডিসেম্বর ওই প্রশিক্ষণে যোগ দিতে হবে প্রধান শিক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =