শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার ঢল মহিলাদের! নেপথ্য়ে কারণ কী?

কলকাতা: শ্রাবণ মাস বলে কথা৷ রাস্তাঘাটে সর্বত্র নজর টানছে মহিলাদের পরনের সবুজ আভরণ। তাঁরা জানান, শিবকে সন্তুষ্ট করতে সবুজ চুড়ি পরেছেন তাঁরা৷ কিন্তু এর নেপথ্যে…

কলকাতা: শ্রাবণ মাস বলে কথা৷ রাস্তাঘাটে সর্বত্র নজর টানছে মহিলাদের পরনের সবুজ আভরণ। তাঁরা জানান, শিবকে সন্তুষ্ট করতে সবুজ চুড়ি পরেছেন তাঁরা৷ কিন্তু এর নেপথ্যে কারণটা কি? অনেকে তা জানেন আবার বেশিরভাগ মহিলারাই তা জানেন না৷ শ্রাবণ মাস পড়তেই দেবাদিদেবকে স্মরণ করে সবুজ রঙ ধারণের ধুম পড়েছে দুর্গাপুরে।

পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে ওঠা কালকূট বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই বিষের রং ছিল গাঢ় সবুজ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রঙ মন মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায়। সবুজ এই রঙটি সুখ, শান্তি এবং প্রাণশক্তিও দেয়। সবুজ রঙ ইতিবাচক শক্তি দেয়। হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। সবুজ রঙ চোখকে স্বাচ্ছন্দ্য দেয়, প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয়। সবুজ রঙ অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী ওষুধ হিসাবেও কাজ করে।