কলকাতা: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে সেখানে এবং একজন গুলিবিদ্ধ। তাই ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতীয়দের উদ্বেগ এবং আতঙ্ক বেড়েই চলেছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’ কর্মসূচি মারফৎ অনেক পড়ুয়া দেশে ফিরেছে আর বাকিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। এরই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে নতুন আর্জি জানালেন। ইউক্রেনে আরও বিমান পাঠানো হোক, এমন দাবি করলেন তিনি।
আরও পড়ুন- ‘আলোচনায় বসুন, আমি কামড়াব না, ভয় কীসের?’ পুতিনকে বার্তা জেলেনস্কির
এদিন এই ইস্যুতে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাতে তিনি কেন্দ্রের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ”ইউক্রেনে যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা এখনও আটকে রয়েছে তাদের নিয়ে আমি খুব চিন্তিত। জীবন অনেক দামি। তাদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন? আগে থেকে কেন কোনও পদক্ষেপ করা হল না?” এই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গেই মমতা আরও বলেন, ”আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি আরও বিমান ইউক্রেনে পাঠানো হোক এবং যত দ্রুত সম্ভব সেখানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হোক।”
এদিকে বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত বেশিরভাগ পড়ুয়াই হয় আটকে ইউক্রেনে, না হয় পড়শি কোনও দেশে। গোটা এই উদ্ধারকাজের ইস্যু নিয়ে এখন ভারত সরকার পড়ুয়াদের প্রশ্নের মুখেও পড়ছে। তাদের প্রশ্ন, সরাসরি যুদ্ধবিধ্বস্ত শহর থেকে তাদের উদ্ধার করা হচ্ছে না কেন? কিয়েভ, খারকিভের মতো শহরে যখন লাগাতার হামলা করছে রাশিয়ান বাহিনী তখন সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের যেভাবে হোক শহর ছাড়তে নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি। পড়শি দেশগুলিতে যেতে বলা হয়েছিল এবং সেখান থেকেই তাদের উদ্ধার করার পরিকল্পনা করা হয়। এখন পড়ুয়ারা প্রশ্ন তুলছে যে, কেন রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে কথা বলে যুদ্ধবিধ্বস্ত শহর থেকেই তাদের উদ্ধার করা হচ্ছে না। কেন প্রাণের ঝুঁকি নিয়ে, নিজের চেষ্টায় যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে বেরিয়ে অন্য দেশে আসার পর সেখান থেকে উদ্ধার করার হচ্ছে। যদিও এটাকে অনেকে ‘উদ্ধার’ বলে মনে করছে না।