কেন রাজ্যের গুরুত্বপূর্ণ বিলে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল? বিবৃতি রাজভনের

কেন রাজ্যের গুরুত্বপূর্ণ বিলে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল? বিবৃতি রাজভনের

কলকাতা: সপ্তমে রাজ্য-রাজভবন সংঘাত৷ এই সংঘাতের আবহে নতুন করে মাত্র পেল বিল বিতর্ক৷ রাজ্যে পাঠানো দু’টি বিলে এখনও সম্মতি দেননি রাজ্যপাল৷ কেন রাজ্যপাল সম্মতি দিলেন না, তার ব্যাখ্যাও দিয়েছে রাজ্য ভবন৷

রাজ্য ভবনের তরফে বিবৃতি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গণপিটুনি বিরোধী আইন ও তফশিলি জাতি-উপজাতি কমিশনের সম্মতি দেননি রাজ্যপাল৷ রাজ্যের কাছ থেকে উপযুক্ত তথ্য না পাওয়া পর্যন্ত এই বিলে অনুমোদন দেওয়া যাচ্ছে  না৷

রাজভবনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত তথ্য না আসবে, ততক্ষণ পর্যন্ত এই বিলে অনুমোদন দেওয়া সম্ভব হবে না৷ তথ্যের অভাব এই এই দুটি বিল আটকে রাখা হয়েছে৷ তবে, দু’টি বিলের ভাগ্য থমকে গেলেও রাজ্যে পাঠানো আরও দুটি বিলের সম্মতি দিয়েছেন রাজ্যপাল৷

বিলে রাজ্যপালের সম্মতি না পাওয়া প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল কী করছেন, তা আমরা দেখছি৷ বিল আটকে রাখলেই তো হবে না৷ বিল বাতিল করার অধিকার রয়েছে বিধানসভার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *