Aajbikel

‘মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় আসেন না?’ বিধায়কের প্রশ্নে বিড়ম্বনায় তৃণমূল

 | 
mamata

কলকাতা: রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যে বিড়ম্বনায় পড়তে হয়েছিল দলকে৷ এর পরই পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের সতর্ক করে বলা হয়েছিল, দল ও সরকার বিব্রত হয়, এমন কোনও কাজ করা যাবে না। কিন্তু, ফের এক বিধায়কের মন্তব্য অস্বস্তিতে পড়তে হল রাজ্যের শাসক দলকে৷ বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন দলের অন্যতম প্রবীণ বিধায়ক। মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় থাকেন না— প্রশ্ন তুলে দলীয় নেতৃত্বের তিরস্কারের মুখেও পড়তে হল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। 

আরও পড়ুন- রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস, অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী, এলেন না শুভেন্দু


 প্রসঙ্গত, বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে৷ তারই মধ্যে পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের উপস্থিতি নিয়ে তৃণমূলের তরফে সতর্ক করা হচ্ছিল৷ ওই বৈঠকেই বিধায়ক আবদুল করিম চৌধুরী সরাসরি মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন৷ তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় আসেন না? যদি তিন–চার দিনও আসতেন, একঘণ্টা থাকতেন, তাহলে ভালই হতো।’  তাঁর এই মন্তব্যে তাল কাটে সভার। বিড়ম্বনায় পড়েন দলীয় নেতৃত্ব৷ তিনি আরও বলেন, ‘আমি ১১ বারের বিধায়ক। অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি। তাঁরা আসতেন। মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় আসেন না?’


যদিও বিধায়ক এই অভিযোগ তুলতেই তাঁকে ধমক দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরে এ প্রসঙ্গে চৌধুরী বলেন, ‘‘আমি বৈঠকে যা বলেছি, তার পুনরাবৃত্তি করব না। মুখ্যমন্ত্রী অধিবেশনে থাকলে, সভার গুরুত্ব বাড়ে, গ্ল্যামার বাড়ে। তাই বলেছি।’’

Around The Web

Trending News

You May like