কেন ‘দেশনায়ক দিবস’ পালন করছে সরকার? ব্যাখ্যা দিলেন মমতা

কেন ‘দেশনায়ক দিবস’ পালন করছে সরকার? ব্যাখ্যা দিলেন মমতা

09b9287e6e855d65acfc022ece55643b

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্রীয় সরকার ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকের দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করবে, এমনটাই জানিয়েছে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ যাবতীয় কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন না করার জন্য ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে কেন দেশনায়ক দিবস হিসেবে আজকের দিনটিকে পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি জানালেন নিজেই।

এদিন নেতাজি ভবনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, পরাক্রমের অর্থ তিনি বোঝেন না, কোন দেশের ভাষা এটা সেটাও জানেন না। এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছিলেন। সেই কারণেই আজকের দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার। এই মন্তব্য করে মমতা ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি বলছেন, এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেনি কেন্দ্র, এদিকে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল, বন্দরের নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছে শঙ্খ বাজিয়ে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সংসদের সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেসের অনেক নেতা।

এই ইস্যুতে মুখ খুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাজ্যপাল জানান, কেন্দ্রীয় সরকার আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। কিন্তু রাজ্য সরকার সেই সিদ্ধান্ত না মেনে নিজেদের মতো দেশনায়ক দিবস হিসেবে উদযাপন করছে এই দিনটিকে। সমস্ত কিছুতে বিরোধিতা করা উচিত নয় বলে মন্তব্য করেন ধনকড়। একইসঙ্গে বলেন, এই ধরনের বিরোধিতা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরো স্পষ্ট হয়ে গেল রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *