দিল্লির পুলিশ এনে বাংলায় অভিযান কেন? অমিত শাহকে চরম হুঁশিয়ারী মমতার

কলকাতা:  রাজনৈতিক কর্মসূচী নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমে পড়েছে সিবিআই ও আয়কর দফতর৷ গরু পাচার কাণ্ডের তদন্তের জন্য কলকাতার চার জায়গায় তল্লাশি চালাল সিবিআই৷ একইসঙ্গে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দিল দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, রাণীগঞ্জের বিভিন্ন এলাকায়৷ যা নিয়ে শাহকে রীতিমত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, রাজ্য সরকার যেমন কেন্দ্রীয় সরকারের অনেক এক্তিয়ারে হস্তক্ষেপ করতে পারে না৷ সেরকমই কেন্দ্রও সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের অনেক কাজে হস্তক্ষেপ করতে পারে না৷  কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে মানুষকে বিরক্ত করা হচ্ছে৷

কলকাতা:  রাজনৈতিক কর্মসূচী নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমে পড়েছে সিবিআই ও আয়কর দফতর৷ গরু পাচার কাণ্ডের তদন্তের জন্য কলকাতার চার জায়গায় তল্লাশি চালাল সিবিআই৷ একইসঙ্গে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দিল দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, রাণীগঞ্জের বিভিন্ন এলাকায়৷ যা নিয়ে শাহকে রীতিমত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, রাজ্য সরকার যেমন কেন্দ্রীয় সরকারের অনেক এক্তিয়ারে হস্তক্ষেপ করতে পারে না৷ সেরকমই কেন্দ্রও সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের অনেক কাজে হস্তক্ষেপ করতে পারে না৷  কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে মানুষকে বিরক্ত করা হচ্ছে৷

তিনি আরও বলেন, টআজ বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে এসেছিল আর আজ আধা সামরিক বাহিনী নিয়ে তল্লাশি হচ্ছে শুনছি৷ রাজ্য পুলিশকে কিচ্ছুটি না জানিয়ে, কী প্ল্যান রে বাবাট ৷একইসঙ্গে মুখ্যমন্ত্রী শাহকে তীব্র নিশানা করে একাধিক মন্তব্য করেন৷ মমতা বলেন, টআমি হিন্দি ভালোই জানি, আমার যথেষ্ট জ্ঞান রয়েছে হিন্দিতে৷ উঠাকে ফেক দো, এর মানে আমি খুব ভালো বুঝতে পারি৷ এটা যদি আমি বলি যে উঠাকে ফেক দো তাহলে সেটা কী ভালো হবে? সুতরাং যে যে যার যার নিজস্বতা বজায় রাখুন৷ 

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে দু’দিনের সফরে বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তৈরি করবেন ২১-এর ভোট যুদ্ধের রণকৌশল৷ সফরের শুরুতেই এদিন সকালে বাঁকুড়ায় পৌঁছন অমিত শাহ৷ বাঁকুড়ার সভা থেকে রাজ্যে পরবর্তনের ডাক দেন তিনি৷ মানুষের স্বার্থে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুংকার দেন তিনি৷ সুর চড়িয়ে শাহ বলেন, ‘‘মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে৷ রাজ্যে পরিবর্তন আসন্ন৷’’ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে তারই পাল্টা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =