কলকাতা: ১৪ মার্চ, ২০১৯ এখনও সত্যিই অতীত। সেদিন ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। তারপর সাংসদ হয়ে কাজ চালাচ্ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচন তো বটেই, হালের উপনির্বাচন, পুরসভা ভোটেও তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন। কিন্তু অবশেষে সব মোহ কাটল। ঠিক ৩ বছর ২ মাস ৮ দিন পর ‘ঘরে’ ফিরলেন অর্জুন সিং। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি এলেন ঘাসফুলে।
আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?
কেন আবার ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন অর্জুন সিং। তিনি জানালেন, ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছেন। তাঁর কথায়, ”এই ঘর তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম। মাঝ খানে কিছু ভুল বোঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই। ওখানে সাংসদ হই ব্যারাকপুরের।” অর্জুন জানান, তৃণমূল কংগ্রেসের সংগঠন সারা বাংলা থেকে দেশের দিকে এগোচ্ছে। কিন্তু যে এলাকা থেকে তিনি রাজনীতি করেন, সেখানে জুটের বিষয়টি অবহেলিত হচ্ছিল। পাট শিল্প যে তাঁর সংসদীয় এলাকায় বঞ্চিত হচ্ছে সেটাই স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বকে তাঁর খোঁচা, এসি ঘরে বসে তারা বাংলা চালাতে পারবেন না। এসি থেকে বেরিয়ে এসে মাঠে নামতে হবে। এছাড়া নিজের পদত্যাগ নিয়ে তিনি বলেন, যে মুহূর্তে দল তাঁকে সিদ্ধান্ত নিতে বলবে, তিনি পদত্যাগ করে দেবেন।
এদিন অর্জুনের দলবদল হওয়ার প্রাক মুহূর্তে থেকেই জগদ্দলে সব জায়গায় বিজেপি পতাকা খুলে নেওয়া হয়। তাঁর অফিস থেকেও সরিয়ে দেওয়া হয় পদ্ম ফুলের পতাকা, পোস্টার, ব্যানার। এমনকি দল বদল করা মাত্রই নিজের ফেসবুকে প্রোফাইল ছবি বদলে ফেলেন অর্জুন সিং। তৃণমূলের উত্তরীয় পরা ছবি দিয়েছেন তিনি।