বাংলায় সবুজ ঝড়, থমকে বিজেপি, কোন আসনে জয়ী কে?

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড়৷ এখনও পর্যন্ত ৪২ আসনের মধ্যে ২৯টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস, বিজেপি জয়ী ১২ আসনে৷ এক নজরে দেখে নেওয়া যাক…

lok sabha election 2024

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড়৷ এখনও পর্যন্ত ৪২ আসনের মধ্যে ২৯টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস, বিজেপি জয়ী ১২ আসনে৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে জয়ী কোন প্রার্থী-

*ডায়মন্ড হারবারে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

* কৃষ্ণনগরে জয়ী –মহুয়া মৈত্র (তৃণমূল)

* আসানসোল জয়ী- শত্রুঘ্ন সিনহা (তৃণমূল)

* হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

* যাদবপুর জয়ী- সায়নী ঘোষ (তৃণমূল)

* মথুরাপুর (এসসি)-বাপি হালদার (তৃণমূল)

* জয়নগর (এসসি)- প্রতিমা মণ্ডল (তৃণমূল)

* বহরমপুর- ইউসুফ পাঠান (তৃণমূল)

* ঘাটাল- দেব (তৃণমূল)

* ব্যারাকপুর- পার্থ ভৌমিক (তৃণমূল)

*বসিরহাট- হাজি নুরুল ইসলাম (তৃণমূল)

* বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ (তৃণমূল)

* বীরভূম- শতাব্দী রায় (তৃণমূল)

* হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

* শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

*বারাসত- কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল)

* রানাঘাটে জয়ী- জগন্নাথ সরকার (বিজেপি)

* মালদা দক্ষিণ- ইশা খান চৌধুরী (কংগ্রেস)

* বনগাঁ (এসসি)- শান্তনু ঠাকুর (বিজেপি)

* তমলুক- অভিজিত গঙ্গোপাধ্যায়(বিজেপি)

* দার্জিলিং- এগিয়ে রাজু বিস্ত(বিজেপি)

* জঙ্গিপুর- খলিলুর রহমান(তৃণমূল)

* মালদা দক্ষিণ- ইশা খান চৌধুরী(কংগ্রেস)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *