মোদির ঘুম উড়িয়ে মমতার ব্রিগেড মঞ্চে থাকবেন কারা?

কলকাতা: রেকর্ড গড়তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা৷ রাজ্যের পরিসর ছাড়িয়ে গোটা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে আগামী শনিবারের এই সভা৷ কংগ্রেস তো বটেই, বিরোধী শিবিরের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিনিধি তৃণমূল নেত্রীর আবেদনে সাড়া দিয়ে ব্রিগেডের ময়দানে হাজির থাকবেন৷ রাজনীতি জগতের সর্বভারতীয় তারকাদের উপস্থিতির পাশাপাশি জনসমাগমের বিচারে অতীতের সব রেকর্ড

মোদির ঘুম উড়িয়ে মমতার ব্রিগেড মঞ্চে থাকবেন কারা?

কলকাতা: রেকর্ড গড়তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা৷ রাজ্যের পরিসর ছাড়িয়ে গোটা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে আগামী শনিবারের এই সভা৷ কংগ্রেস তো বটেই, বিরোধী শিবিরের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিনিধি তৃণমূল নেত্রীর আবেদনে সাড়া দিয়ে ব্রিগেডের ময়দানে হাজির থাকবেন৷ রাজনীতি জগতের সর্বভারতীয় তারকাদের উপস্থিতির পাশাপাশি জনসমাগমের বিচারে অতীতের সব রেকর্ড ম্লান করে দেবে বলেই সংশ্লিষ্ট মহলের দাবি৷

অরুণাচল প্রদেশে ২৩ বছর মুখ্যমন্ত্রিত্ব করা গেগং আপাং মঙ্গলবার বিজেপি ত্যাগ করেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধবার তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন৷ মমতা নবান্নে জানিয়েছেন, ব্রিগেডের মঞ্চে শুধু আপাং নন, মিজোরামের বিরোধী দলনেতা পু লালদুহাওমা হাজির থাকবেন৷ ফলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিও মোদি বিরোধী মমতা ব্রিগেডে শামিল হতে চলেছেন৷

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদ তনয় তেজস্বী যাদব, কাশ্মীরের সপুত্র ফারুক আবদুল্লা, দিল্লির আম আদমি পার্টির নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ও তাঁর বাবা জেডিএস নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, এনসিপির শারদ পাওয়ার, তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্টালিন, বিজেপি ত্যাগী দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রঘ্ন সিনহা, যশোবন্ত সিনহা, এআইইউডিএফ নেতা অসমের সংসদ সদস্য বদরুদ্দিন আজমল প্রমুখের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, সর্বভারতীয় স্তরে মোদি বিরোধী ঐক্যের ছবিটা স্পষ্ট করে সপ্তদশ লোকসভা ভোটের আনুষ্ঠানিক সূচনা হবে ব্রিগেডে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =