কার দখলে থাকবে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ? দুই শিবিরে যুদ্ধ শুরু

বারাসত: বড়মা বীণাপাণিদেবী ছিলেন ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা। তাঁর মৃত্যুর পর সংসদ সদস্য তথা সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরই ওই দায়িত্ব সামলাবেন বলে বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে জানানো হয়েছিল। ওই ‘দায়িত্ব’ পাওয়ার পরই শুক্রবার মমতাবালা ঠাকুর সাংবাদিকদের জানান, ২০০৫ সালে বড়মা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, আমার অবর্তমানে মতুয়াদের দেখবে। বড়মার মৃত্যুর পরই

d730fadbfce73c3c3f1c9f83be7fd72d

কার দখলে থাকবে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ? দুই শিবিরে যুদ্ধ শুরু

বারাসত: বড়মা বীণাপাণিদেবী ছিলেন ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা। তাঁর মৃত্যুর পর সংসদ সদস্য তথা সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরই ওই দায়িত্ব সামলাবেন বলে বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে জানানো হয়েছিল।

ওই ‘দায়িত্ব’ পাওয়ার পরই শুক্রবার মমতাবালা ঠাকুর সাংবাদিকদের জানান, ২০০৫ সালে বড়মা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, আমার অবর্তমানে মতুয়াদের দেখবে। বড়মার মৃত্যুর পরই দিদি সমস্ত দায়িত্ব পালন করেছেন। গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করে মুখ্যমন্ত্রী বড়মাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমাদের প্রার্থনা, দিদি যেন মতুয়া ভাই-বোনেদের আরও কাছে টেনে নেন। এদিকে, বড়মার পদে মমতাবালাকে মেনে নিতে রাজি নন শান্তনু ঠাকুররা। শান্তনুবাবু বলেন, কপিলকৃষ্ণ ঠাকুরের প্রথম সহধর্মিণী অমলা ঠাকুর এখনও রয়েছেন। মতুয়ারা তাঁকেই বড়মার পদে বসাতে চাইছেন।

বড়মার পদ নিয়ে ঠাকুরবাড়িতে যে নতুন করে জলঘোলা হবে তা আঁচ করেছিলেন অনেকেই। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সভাপতি নন্দদুলাল মহন্ত জানিয়েছিলেন, বড়মার পারলৌকিক কাজ মেটা পর্যন্ত মতুয়া মহাঘঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরই ওই দায়িত্ব সামলাবেন।

পারলৌকিক ক্রিয়া মেটার পর এগজিকিউটিভ কাউন্সিলের মিটিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন দায়িত্ব নিয়ে শুক্রবার মমতাবালা ঠাকুর সাংবাদিকদের আরও জানিয়েছেন, ২০০১ সাল থেকে বড়মার সঙ্গে দিদির সম্পর্ক মা ও মেয়ের মতো। দিদি বড়মাকে তাঁর মা জ্ঞানেই শ্রদ্ধা করে এসেছেন। প্রতিটি সময় মুখ্যমন্ত্রী বড়মার খবর নিতেন। আমরা দিদির কাছে চিরকৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *