কালীঘাটে জমজমাট ভাইফোঁটা, এবারে কারা কারা ফোঁটা পেলেন দিদির থেকে

কলকাতা: তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এ রাজ্যের মানুষ তাঁকে 'দিদি' নামেই সম্বোধন করে থাকেন। রাজ্যের বাইরেও তিনি দিদি৷ প্রতি বছর ভাই ফোঁটাতেও দিদির বাড়িতে থাকে বিশেষ আয়োজন৷ দলে দলে ভাইয়েরা আসেন ফোঁটা নিতে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটা তাই বরাবরই ফোকাস কাড়ে৷ নিজের ভাইদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী-বিধায়ক, এমনকী সাংবাদিকদেরও ফোঁটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর বেশ বড় করেই ভাই জুজ পালিত হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। এ বছর কারা কারা ফোঁটা পেলেন? গতবারের তালিকা থেকে এবার অনেকেই বাদ পড়েছেন৷ আবার জুড়েছে বেশ কয়েকটি নতুন নামষ
এই বছর মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোঁটা নিয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, জাভেদ খান, রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং শান্তনু সেন৷ দিদির স্নেহ পেয়েছেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি সহ আরও কয়েকজন। প্রতি বছরের মতো এবারেও বেশ কয়েকজন সাংবাদিককে ভাইফোঁটা দিয়েছেন দিদি। এছাড়াও এদিন কালীঘাটে আসেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তাঁরা দু’জনই ফোঁটা পেয়েছেন৷