রাখে হরি মারে কে! লটারি জিতে কোটিপতি গাড়ি চালক গেলেন ঘুমাতে!

রাখে হরি মারে কে! লটারি জিতে কোটিপতি গাড়ি চালক গেলেন ঘুমাতে!

বর্ধমান: কথায় আছে কপালে থাকলে সবই পাওয়া যায়, আজ নাহলে দু’দিন পর৷ এক্ষেত্রেও ঠিক তেমনই হল!  পেশায় রেশন ডিস্ট্রিবিউটরে গাড়ির চালক পূর্ব বর্ধমান জেলার গলসির বাসিন্দা শেখ রূপেশ৷ মাসের শেষে রোজকার বলতে গাড়ি চালিয়ে যা যেটুকু হয় ৭০০০ টাকা৷ বাড়িতে রয়েছে বাবা-মা, স্ত্রী-কন্যা ও ছোটো ভাই৷ বৃদ্ধ বাবা পেশায় দিনমজুর৷ আর ছোটো ভাই ও গাড়ি চালক৷ সব মিলিয়ে বেশ অভাবের সংসার৷ এরই মধ্যে রূপেশের অভ্যাস ছিল হাতে অল্প-স্বল্প টাকা থাকলেই লটারির টিকিট কিনে ভাগ্য ফেরার অপেক্ষা করা৷

এবারেও সেই একই রকম ভাবে ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন৷ তবে এবারে আর ভাগ্যদেবী তাঁকে অপেক্ষা করিয়ে রাখেনি৷ টিকিট কেনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সে নিশ্চিতভাবেই জানতে পারে, এবারের বিজেতা আর কেউ নয়, সে নিজেই৷ পুরস্কারের মূল্যও খুব একটা কম নয় একবারে এক কোটি টাকা৷ পরিচিত জন লটারি জিতে এতো বিশাল অঙ্কের টাকা জিতেছে শুনে স্বাভাবিক ভাবেই পাড়া প্রতিবেশী চেনা পরিচিতদের সমাগম হতে শুরু হয় রূপেশের বাড়ি৷ লটারি জেতার খবর পেয়ে বাড়িতে ঘণ্টা তিনেক নিশ্চিতে ঘুমাতে চলে যান রূপেশ৷ পরে জানান, এবার সব স্বপ্ন পূরণ করবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =