কলকাতা: বয়স ৬০ ছুঁয়ে ফেললেও, ভালোবাসার বসন্ত থেমে থাকেনি৷ শুক্রবার সন্ধ্যায় জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রাজ্যের বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। ব্যাচেলরের তকমা ঘুচিয়ে ঘর বাঁধতে চলেছেন নিজেরই রাজনৈতিক সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে।
ভোরের হাঁটা থেকে হৃদয়ের টান – শুরু হল ‘দিলীপ-রিঙ্কু’র গল্প Who is Rinku Majumdar
সূত্রের খবর, দু’জনের পরিচয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সকালের হাঁটাহাঁটি থেকে৷ একাধিক সাংগঠনিক মঞ্চে দেখা-সাক্ষাৎ বাড়তেই সম্পর্কও ঘনিষ্ঠ হতে শুরু করে। গত সেপ্টেম্বর মাসে এক অলিখিত মুহূর্তে রিঙ্কু ই প্রস্তাব দেন। আর তাতে সাড়া দিয়ে দিলীপবাবু বলেন, “ঠিক আছে!”
রিঙ্কুর কথায়, “আমি চেয়েছিলাম আমার হবু জীবনসঙ্গী আমার রাজনৈতিক পেশাকে সম্মান করুক। দিলীপদা সেই মাপকাঠিতে একেবারে ঠিক। উনি সৎ, নম্র, শক্ত মেরুদণ্ডের মানুষ— এমন লোক রাজনীতিতে যেমন দরকার, তেমনই ব্যক্তিজীবনেও।”
নতুন টাউনে ছিমছাম আয়োজন, অতিথি শুধু কাছের জন Who is Rinku Majumdar
বিয়ে হচ্ছে খুবই ব্যক্তিগত পরিসরে, নতুন টাউনের একটি ঘরোয়া অনুষ্ঠানে। সপরিবারে উপস্থিত থাকছেন কিছু ঘনিষ্ঠ আত্মীয়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ শীর্ষ নেতৃত্ব। এদিন সকালে বরপক্ষের বাড়িতে গিয়ে বরকে আশীর্বাদও করেছেন রাজ্য বিজেপির একাধিক নেতা।
কে এই রিঙ্কু মজুমদার? Who is Rinku Majumdar
রিঙ্কু বিজেপির মহিলা মোর্চা, ওবিসি ফ্রন্ট ও হ্যান্ডলুম সেলের দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। একসময় বিবাহিত ছিলেন তিনি। তাঁর একটি ছেলে রয়েছে, যিনি কলকাতার সল্টলেকের একটি আইটি সংস্থায় কর্মরত।
“মায়ের ইচ্ছায় বিয়ে করছি”— দিলীপ ঘোষ Who is Rinku Majumdar
সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, “আমার মা অনেকদিন ধরেই চাইতেন আমি সংসার করি। ওঁর ইচ্ছার মান রাখতে বিয়ে করছি। তবে রাজনৈতিক কাজে কোনওরকম ছেদ পড়বে না। আমি আগের মতোই সক্রিয় থাকব।”
রাজনীতির ময়দানে ফের ‘দিলীপ ফ্যাক্টর’? Who is Rinku Majumdar
দিলীপ ঘোষের ঘরোয়া জীবনে পরিবর্তন এলেও রাজনৈতিক ময়দানে তিনি একই রকম ধারালো থাকবেন বলে দলের অন্দরে বিশ্বাস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে দিলীপবাবু বিজেপির অন্যতম মুখ হতে পারেন— এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
Bengal: BJP leader Dilip Ghosh marries Rinku Majumdar in a private ceremony in New Town, Kolkata. The couple’s relationship began during morning walks in 2021. Ghosh remains active in politics, emphasizing no impact on his political duties.