কলকাতা: এখন আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি রাজ্যের কোনও রাজনৈতিক দল। তবুও, জল্পনা চলছেই। কে এবারের লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন? নতুন মুখই বা কে? বাদ পড়ছেন কারা? সব কিছু নিয়েই আলোচনা জল্পনা তুঙ্গে।
মঙ্গলবার দুপুরে কালীঘাটের বাড়িতে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তিনি। সোমবার গতবারের জেতা একাধিক সাংসদকে নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন ও মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী সন্ধ্যা রায়কে এবার প্রার্থী করছে না তৃণমূল।
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের নাম জড়িয়েছে নারদকাণ্ডে। জেলাতেও তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগের রয়েছে। অভিনেত্রী সন্ধ্যা রায়কে গতবার মেদিনীপুরে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী। গত তুলনায় রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সেই কারণে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক দল। পেশার কারণে নিজেই না কি আর ভোটে লড়তে চাইছেন না ঝাড়গ্রামের সাংসদ ডাক্তার উমা সোরেন।