‘কে, কোন কুণাল?’ চিনতেই পারলেন না! মামলা ‘সাজানোর’ বিতর্কে মুখে কুলুপ অনুব্রতর

‘কে, কোন কুণাল?’ চিনতেই পারলেন না! মামলা ‘সাজানোর’ বিতর্কে মুখে কুলুপ অনুব্রতর

কলকাতা: বগটুই-কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন শর্ট সার্কিটের তত্ত্ব তুলে ধরেছিলেন অনুব্রত মণ্ডল৷ এর পর বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেসটা খুব ভালভাবে আটঘাট বেঁধে সাজাতে হবে।’’ সেটা শুনেই কেষ্টার মন্তব্য, “সূচপুরে যেমন সাজিয়েছিল…। এখনও জেলে রয়েছে…।” এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের রাজ্য সধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘উনি বড় নেতা, বেশি বোঝেন৷’ তাঁকে নিয়ে কুণাল ঘোষের এই মন্তব্যের কোনও জবাবই দিলেন না বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল৷ উল্টে বললেন, ‘কে, কোন কুণাল ঘোষ?’

আরও পড়ুন- ‘এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল’, বগটুই-কাণ্ডে তীব্র আক্রমণ শমীকের

দলের রাজ্য সাধরণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ৷ সংবাদমাধ্যমের সামনে দলের অবস্থান তুলে ধরেন তিনিই৷ তাঁর নাম শুনে অনুব্রতর এহেন প্রতিক্রিয়ায়, চকিত রাজনৈতিক মহল৷ এদিন অনুব্রত-কে প্রশ্ন করা হয়, ‘কুণাল ঘোষ বলেছেন, উনি বড় নেতা, বোঝে বেশি, এ প্রসঙ্গে কী বলবেন?’ প্রশ্ন শুনে অনুব্রত বলেন, ‘কোন কুণাল ঘোষ?’  তখন বলা হয়, ‘তৃণমূলের কুণাল ঘোষ।’ এর পর অনুব্রত জানতে চান ‘কী বলেছে?’ তাঁকে জানানো হয়, কুণাল ঘোষ আপনার প্রসঙ্গে বলেছেন, ‘উনি বড় নেতা, বেশি বোঝেন।’ এটা শুনেই অনুব্রত বলেন, ‘‘কুণাল ঘোষ কী বলেছে, সে ব্যাপারে আমি বলতে রাজি নই। আমার বক্তব্য হল, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ হবে৷’’

এদিন কুণালের মন্তব্যের নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও বগটুই-কাণ্ড হাই কোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘কোর্ট অর্ডার দিয়েছে। কোর্টের উপর কেউ আছে না কি? কোর্ট যা বলেছে তা-ই হবে।’’ এদিকে, অনুব্রত সূচপুর মন্তব্য শোনার পর বিরোধীদের অভিযোগ, পুলিশ কী করবে তা মুখ্যমন্ত্রী আর তৃণমূল নেতারা বলে দেবেন? তাহলে ন্যায়বিচার কী ভাবে হবে?