মমতার ভবানীপুরে বিজেপির প্রার্থী কে? চর্চায় তথাগত রায়!

মমতার ভবানীপুরে বিজেপির প্রার্থী কে? চর্চায় তথাগত রায়!

কলকাতা: ভবানীপুরে অভিজ্ঞ প্রার্থী দিয়ে ভোটের লড়াই একেবারে কালীঘাটে পৌঁছে দিতে চাইছে বিজেপি! আর সেখান থেকেই জল্পনা বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের নাম৷ মনে করা হচ্ছে, এই এলাকায় ভোট লড়ার অভিজ্ঞতার কারণেই বিজেপির এই সিদ্ধান্ত৷ কারণ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা আসন থেকে ভোট লড়েছিলেন তথাগতবাবু৷  তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বর্তমানে তৃণমূলে রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোট লড়বেন৷ নিজের মুখে সেই খবর ঘোষণার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভা থেকে এক আসনে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন৷ যদিও তৃণমূল এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি৷ তবে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একমাত্র নন্দীগ্রামেই লড়বেন৷ তবে নিজের আসন ভবানীপুরেও লড়তে পারেন। আবার শুভেন্দু অধিকারীও যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হবে একথাও জোর দিয়ে বলা যায় না৷

কারণ বিজেপিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আর প্রধান দুই প্রতিপক্ষ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে যত দেরি করছে, ততই জল্পনা বাড়ছে। সেই জল্পনার মধ্যেই বিজেপির অন্দরের খবর, রাজ্যপালের পদ ছেড়ে রাজনীতিতে ফেরা তথাগত ভবানীপুরে লড়বেন৷ কারণ, বিজেপি মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানেই দাঁড়ান না কেন, নিজের কেন্দ্র ভবানীপুরে দাঁড়াবেন৷ তাই মমতাকে টক্কর দিতেই শিবপুরের বিই কলেজের প্রাক্তন ছাত্রকে বাজি রাখতে চাইছে বিজেপি৷

উল্লেখ করা যেতে পারে, সক্রিয় রাজনীতিতে ফিরতেই মেঘালয়ের রাজ্যপালের পদে ইস্তফা দিয়ে বাংলায় ফেরেন বিজেপির এই প্রবীণ নেতা। সক্রিয় হয়ে বিজেপির বিভিন্ন স্তরের নেতার সঙ্গে বৈঠকও করেন। কিন্তু দলে কোনও পদে ফেরানো হয়নি তাঁকে। তাই দল যদি বিবেচনা করে ভবানীপুরেই তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে সে চ্যালেঞ্জ তথাগতবাবু নেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *