Aajbikel

অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা? ইডি তলব নিয়ে প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন বালুর

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আগামী বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিষেককে ইডি-র তলব নিয়ে এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?” সেই সঙ্গে এদিন আরও একবার জ্যোতিপ্রিয় ওরফে বালু নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ১৩ তারিখ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলার পরই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে দাবি বনমন্ত্রীর৷ 

বুধবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডি দফতর থেকে বার করা হলে জ্যোতিপ্রিয়কে ঘিরে ধরেন সাংবাদিকরা। গাড়িতে ওঠার আগে তাঁর কাছে অভিষেককে ইডি-র তলব নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বালু বলেন, “কোন বন্দ্যোপাধ্যায়”? সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?” তার পরেই বনমন্ত্রী বলেন, “আপনাদের একটা কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্লিয়ার।”

Around The Web

Trending News

You May like