কার হাতে কোন দফতর? ফিরহাদ-অতীনের বড় দায়িত্ব

কার হাতে কোন দফতর? ফিরহাদ-অতীনের বড় দায়িত্ব

d556b7c7830fd77f941400af1885792b

কলকাতা: আজ ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেছেন মালা রায়৷ মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য৷  তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। ফিরহাদ হাকিম, অতীন ঘোষরা ইতিমধ্যেই বড় দায়িত্ব পেয়েছেন। এখন দেখা যাক, মূলত কে কোন দফতর পেলেন।

পুরনিগমের একাধিক বিভাগের দায়িত্ব নিজের হাতে রেখেছেন মেয়র ফিরহাদ হাকিম। জল সরবরাহ, অর্থ, নাগরিক অভিযোগ এবং সমাধান, কেআইআইপি, বাড়ি নির্মাণ, সেন্ট্রাল স্টোর, কর মূল্যায়ন বিভাগ তাঁর অধীনে। স্বাস্থ্য পরিষেবা, ভেজাল খাদ্য প্রতিরোধকরণ, আর্কাইভ, মেডিক্যাল স্টোর, টিবি হাসপাতাল বিভাগ গিয়েছেন ডেপুটি অতীন ঘোষের অধীনে। দেবাশিস কুমারের হাতে গিয়েছে উদ্যান, ক্রীড়া, বিজ্ঞাপন ও পার্কিং। মিতালি বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সামাজ ও নারী কল্যাণ, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা বিভাগের দায়িত্ব। বৈশ্বানর চট্টোপাধ্যায় রয়েছেন আবাসন, আইন এবং কর্মিবর্গ বিভাগের দায়িত্বে। অভিজিৎ মুখোপাধ্যায় রাস্তা ও ইঞ্জিনিয়ারিংইয়ের দায়িত্ব পেয়েছেন।

এদিন শপথ গ্রহণের পর ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন৷ এই বোর্ডকে তিনি মনোনিত করেছেন৷ মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা৷ তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ সেই ইচ্ছে পূরণ করাই টিম কর্পোরেশন লক্ষ্য৷ তিনি আরও বলেন, এমন ভাবে মানুষের সেবা করতে হবে যাতে মানুষ বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের এই বোর্ডই সর্বশ্রেষ্ঠ৷ আমি নিশ্চিত ভাবে মেয়র৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউই প্রশাসনের বিরাট পদে নই৷ আমরা সকলেই সেবক৷ আমি হলাম কলকাতাবাসীর প্রধান সেবক৷ সকলে মিলে কলকাতার মানুষের সেবা করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *