সুজাপুরে গাড়ি ভাঙাল কারা, পুলিশ? সন্ধানে সিআইডি

সুজাপুরে গাড়ি ভাঙাল কারা, পুলিশ? সন্ধানে সিআইডি

কলকাতা: বামেদের ডাকা নাগরিক আইন বিরোধী বনধে মালদহের সুজাপুরে গোলমালের পিছনে কারা? ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া ‘পুলিশ’ কি ভাঙল গাড়ি? নাকি পুলিশের উর্দি পরা অন্য কেউ? খুঁজতে ময়দানে নামল সিআইডি৷ ইতিমধ্যেই সুজাপুর-কাণ্ডে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হচ্ছে৷  নেতৃত্বে সিআইডির শীর্ষকর্তারা৷ সিট ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করবে বলে খবর৷ একই সঙ্গে ভাইরাল ভিডিওর ফরেন্সিক পরীক্ষাও করা হবে বলে খবর৷

বুধবার বামেদের ডাকা নাগরিক আইন বিরোধী বনধে রণক্ষত্রের চেহারা নেয় সুজাপুর৷ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়৷ পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা থেকে হাতাহাতি, মারামারি পর্যায়ে পৌঁছয়৷ আক্রান্ত হয় পুলিশ৷ লাঠি চালায় পুলিশ৷ জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িষ কাঁদানে গ্যাসের ছোড়ে পুলিশ৷ চলে রাবার বুলেট৷ এরপর প্রকাশ্যে আসে একটি ভিডিও৷ সেখানে দেখা যায়, পুলিশের উর্দি পরে গাড়ি ভাঙচুর করা হচ্ছে৷ এরপরই তড়িঘড়ি সিআইডিকে তদন্তভার দেওয়া হয়৷ গোটা ঘটনায় বাংলাজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ কাঠগড়ায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =