বাংলা থেকে মোদীর মন্ত্রী কে? এক নামেই জল্পনা শুরু

কলকাতা: বাংলা থেকে কে কে হচ্ছেন মোদীর মন্ত্রী? অভিজিত গাঙ্গুলি জিততেই জল্পনা শুরু বিশেষ পদ নিয়ে৷ সুকান্ত মজুমদারের প্রমোশন নাকি ডিমোশন এবার? মোদীর ক্যাবিনেটে কারা…

কলকাতা: বাংলা থেকে কে কে হচ্ছেন মোদীর মন্ত্রী? অভিজিত গাঙ্গুলি জিততেই জল্পনা শুরু বিশেষ পদ নিয়ে৷ সুকান্ত মজুমদারের প্রমোশন নাকি ডিমোশন এবার? মোদীর ক্যাবিনেটে কারা পাবেন জায়গা জেনে নিন৷ এর আগে নীশিথ প্রামাণিক, শান্তনু ঠাকুরদের সরাসরি জায়গা হয়েছিল মোদীর ক্যাবিনেটে তবে এবার কারা? অভিজিত গাঙ্গুলী, সৌমিত্র খাঁ নাকি সুকান্ত মজুমদার? কারা পেতে পারেন বাংলা থেকে মন্ত্রীত্ব পদ? পূর্ণমন্ত্রীর পদও কি এবার কেউ পেতে পারে বাংলা থেকে?

মোট ২৯২টি আসন পেয়েছে এনডি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার গঠনের জন্য শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। এবার সেখানেই রয়েছে বড় সমস্যা৷ তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন পেয়েছিল বাংলা থেকে। সেই সময় প্রথমে প্রতিমন্ত্রী করা হয়েছিল বাংলার দুজনকে- দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। পরে তাঁদের দুজনকেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১-এ বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় চারজনকে- নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকার। কিন্তু মনে রাখতে হবে এবার বিজেপির আসন সংখ্যা বেশ কম৷ ফলে এবারে মন্ত্রীদের তালিকা বাংলা থেকে হতে পারে ছোট৷

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ইতিমধ্যেই সব শরিক দলের সঙ্গে বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। কে কোন মন্ত্রক চাইছে, তা নিয়েও আলোচনা হয়েছে সম্ভবত। এই শরিকদের মধ্যে এবার অন্যতম নীতিশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি৷ তাদের রয়েছে একগুচ্ছ দাবি৷ তাই বিজেপি থেকে কজন মন্ত্রী হবেন, তা নিয়েও প্রশ্ন থাকছে।

শোনা যাচ্ছে মেরেকেটে দুজন মন্ত্রী পাবে বাংলা৷ সেখানেই চর্চায় উঠে আসছে তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি৷ প্রথমবার ভোটে লড়েই তমলুক থেকে জিতেছেন তিনি৷ এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার শুধু নাইডু বা নীতীশ নন, যাদের ৫জনও সাংসদ আছে, তারাও চাপ দিচ্ছে। তাই বাংলা থেকে পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার হেরে গিয়েছেন এবার। জন বার্লা টিকিট পাননি। তবে সঠিকভাবে এখনই কারোর নাম বলা যাচ্ছে যিনি হতে পারেন বাংলা থেকে মন্ত্রী৷ এবার দেখার মোদী-শাহ মিলে শরিকদের সন্তুষ্ট করার পর বাংলা থেকে নতুন কোন চমক দেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *