অস্ত্র হাতে এরা কারা? পর্দাফাঁস পুলিশের

পুরুলিয়া : ভোটের উত্তাপের মধ্যেই অস্ত্র নিয়ে জমায়েতের অভিযোগ। অভিযোগ, পুরুলিয়ার নিতুড়িয়া সংলগ্ন আসানসোল পারবেলিয়ায় অস্ত্র নিয়ে বহিরাগতরা জমায়েত করছে বলে রবিবার দিনভর একটি ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে৷ বিজেপির তরফে একটি ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করা হয়, অস্ত্রহাতে বহিরাগত নয়, তৃণমূলের জমায়েত করছে৷ রঘুনাথপুরে ভোট করানোর জন্য বিহার এদের আনা হয়েছে ভিডিওটিতে

b745c73d106f21bcd64db598e4174983

অস্ত্র হাতে এরা কারা? পর্দাফাঁস পুলিশের

পুরুলিয়া : ভোটের উত্তাপের মধ্যেই অস্ত্র নিয়ে জমায়েতের অভিযোগ। অভিযোগ, পুরুলিয়ার নিতুড়িয়া সংলগ্ন আসানসোল পারবেলিয়ায় অস্ত্র নিয়ে বহিরাগতরা জমায়েত করছে বলে রবিবার দিনভর একটি ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে৷ বিজেপির তরফে একটি ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করা হয়, অস্ত্রহাতে বহিরাগত নয়, তৃণমূলের জমায়েত করছে৷ রঘুনাথপুরে ভোট করানোর জন্য বিহার এদের আনা হয়েছে ভিডিওটিতে স্বীকারোক্তি দেয় অস্ত্রধারীরা৷

ভোটের দুপুরে সোশাল মিডিয়ায় এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়তেই মাঠে নামে প্রশাসন৷ জায়গাটি পুরুলিয়া বলে অনেকে দাবি করা হলেও ভিডিওটি পুরুলিয়ার নয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার৷ পুরুলিয়ার পুলিশ সুপার জানান, একটি ভিডিও বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছিল৷ সেটি পুরুলিয়ার সঙ্গে কোনওভাবে সম্পর্কিত নয়৷

এদিকে, পুরুলিয়ার রঘুনাথপুরে মিতুরিয়া রামপুর স্কুল বুথে দলবল নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। শনিবার বিকেল থেকেই তাঁকে পুরুলিয়াতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। যদিও তিনি ব্যক্তিগত কাজে গিয়েছেন বলে দাবি করেন। রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন। তবে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করার ছবি ধরা পড়ে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন জিতেন্দ্র তিওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *