মমতার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা? তিন বিধায়ককে ঘিরে জল্পনা

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল৷ নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে তিন জন নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন৷ কিন্তু, মন্ত্রিসভায় কারা উঠে আসতে পারেন? নতুন মন্ত্রী হিসাবে বেশ কয়েকজনের নাম তৃণমূলের অন্দরে ঘোরাফেরা করছে৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন, বিধানগরের বিধায়ক সুজিত বসু, তালড্যাংরার বিধায়ক সমীর চক্রবর্তী ও করিমপুর থেকে নির্বাচিত মহুয়া মৈত্র৷

মমতার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা? তিন বিধায়ককে ঘিরে জল্পনা

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল৷ নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে তিন জন নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন৷ কিন্তু, মন্ত্রিসভায় কারা উঠে আসতে পারেন? নতুন মন্ত্রী হিসাবে বেশ কয়েকজনের নাম তৃণমূলের অন্দরে ঘোরাফেরা করছে৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন, বিধানগরের বিধায়ক সুজিত বসু, তালড্যাংরার বিধায়ক সমীর চক্রবর্তী ও করিমপুর থেকে নির্বাচিত মহুয়া মৈত্র৷ সম্ভাব্য মন্ত্রী হিসাবে তালড্যাংরার বিধায়ক সমীর চক্রবর্তীর নাম দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে৷ তারই সুবাদে দেরিতে হলেও তিনি মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে খবর৷ মহুয়া মৈত্রকেও মন্ত্রী করা হতে পারে বলে তৃণমূল সূত্রে জল্পনা শুরু হয়েছে৷ সরকারি বিধি অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন৷ যদিও বাস্তবে ৪০ জন মন্ত্রী রয়েছেন৷ পঞ্চায়েত ভোটের পরপরই মন্ত্রিসভা থেকে সরানো হয় আদিবাসী উন্নয়নমন্ত্রী চূড়ামণি মাহাত ও জেমস কুজুরকে৷ অসুস্থতার জন্য মন্ত্রিসভা থেকে সরানো হয়ে অবনী জোয়ারদারকে৷ সদ্য মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ তার জেরে এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভায় মোট চারটি পদ শূন্য তৈরি হয়৷ মনে করা হচ্ছে, এই শূন্য নতুনদের উপর আস্থা রাখতে পারেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =