কলকাতা: ঘূর্ণিঝড় ‘ফনি’র তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। সকাল আটটা নাগাদ পুরীতে আছড়ে পড়ে৷ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিমি৷ আগামী তিন ঘণ্টায় ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওড়িশার পর বাংলার দিকে অভিমুখ ঘূর্ণিঝড় ফনির৷
আজ বিকেল ৪টের পরেই এরাজ্যে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় ফনি৷ পুরী থেকে স্থলভাগের উপর দিয়ে দুই মেদিনীপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝড়বৃষ্টি। পরে ঝাড়গ্রাম, নদিয়া হয়ে বাংলাদেশের দিকে ঘুরে যাবে ফনি৷ আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।
ফনি আসার আগে বাংলার জন্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, ধীরে ধীরে শক্তি ক্ষয় করছে ফনি৷ উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে৷ ৯০-১০০ কিমি বেগে ঝড় আছড়ে পড়লেও ক্ষয়ক্ষতি কম হতে পারে৷ বিধ্বংসী ঘূর্ণিঝড় ফনি শক্তি শক্তি খুইয়ে বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে৷
এই মুহূর্তে কলকাতা থেকে ফনি রয়েছে ৩৭০ কিমি দূরে৷ দীঘা থেকে ২২৭ কিমি দূরে রয়েছে৷ জানানো হয়েছে, ধীরে ধীরে দূর্বল হয়ে বাংলায় আসছে ফোনি৷ টানা দু’দিন বৃষ্টি থাকলেও সোমবার কাটবে দুর্যোগ৷ আজ বিকেল ৫টার পর ফনি রাজ্যে প্রবেশ করবে৷ আজ মধ্যরাতে ঝড়ের বলায় থাকবে রাজ্যের উপর৷ তখন ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। আজ বিকেল থেকেই ঝড়ের প্রভাব থাকবে৷ তবে, আগের তুলোনায় ফনি অনেকটাই শক্তি হারিয়ে বাংলায় প্রবেশ করবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে৷