ভোটের বাজারে কোন রঙের চাহিদা বেশি, জানেন?

কলকাতা: ভোটের বাজারে যাই হোক না কেন, দোলের বাজারে কিন্তু লাল-সবুজ-গেরুয়া— কম যায় না কেউই। বুধবার দোলের আগের দিন বড়বাজারের রঙের সার দেওয়া দোকানগুলি অন্তত সে কথাই বলেছে। এদিন সকাল থেকে রাত পর্যন্ত দেদার বিকিয়েছে সবুজ-লাল-গেরুয়া আবির। মজার ব্যাপার হল, লোকসভা ভোটের মুখে রঙের ‘রাজনৈতিক’ বেড়া পার করে এমন বহু ক্রেতাকে দেখা গিয়েছে বাজারে, যাঁরা

478b7810556ad479a0d0d09b94d4db73

ভোটের বাজারে কোন রঙের চাহিদা বেশি, জানেন?

কলকাতা: ভোটের বাজারে যাই হোক না কেন, দোলের বাজারে কিন্তু লাল-সবুজ-গেরুয়া— কম যায় না কেউই। বুধবার দোলের আগের দিন বড়বাজারের রঙের সার দেওয়া দোকানগুলি অন্তত সে কথাই বলেছে। এদিন সকাল থেকে রাত পর্যন্ত দেদার বিকিয়েছে সবুজ-লাল-গেরুয়া আবির।

মজার ব্যাপার হল, লোকসভা ভোটের মুখে রঙের ‘রাজনৈতিক’ বেড়া পার করে এমন বহু ক্রেতাকে দেখা গিয়েছে বাজারে, যাঁরা একই সঙ্গে তিন রঙের আবিরই কিনেছেন! তবে শুধু আবিরই নয়, পাল্লা দিয়ে বিকিয়েছে রং, রাক্ষুসে মুখোশ, বাহারি চুল আর টুপিও। এদিন বড়বাজারের রঙের দোকানগুলিতে যেভাবে বাহারি চুল বিক্রি হয়েছে, তা নিউ মার্কেটের যে কোনও ফ্যাশানের দোকানকেও যে কড়া প্রতিযোগিতায় ফেলে দিতে পারে, জানিয়েছেন বিক্রেতারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *