বিধানসভায় কোন দিকের আসনে বসবেন ‘বিজেপি বিধায়ক’ মুকুল?

বিধানসভায় কোন দিকের আসনে বসবেন ‘বিজেপি বিধায়ক’ মুকুল?

কলকাতা: রাজ্য রাজনীতির অলিন্দে ঝড় তুলে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়৷ কিন্তু খাতায় কলমে এখনও তিনি বিজেপি বিধায়ক৷ তাই বিধানসভায় গিয়ে কোন দিকে বসবেন তিনি? 

আরও পড়ুন- নির্বাচনে যুক্ত ছিল দেবাঞ্জনের মত বহু ভুয়ো আইএএস! বিস্ফোরক দাবি দিলীপের

৭ জুলাই থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অভিবেশেন৷ করোনা পরিস্থিতিত নতুন কোনও ঘোষণা হবে কিনা, বা কোন খাতে কত বরাদ্দ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যবাসীর মনে৷ কিন্তু এরই মধ্যে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছ্নে মুকুল রায়৷ তাঁকে নিয়ে জল্পনার অন্ত নেই৷ বাজেট অভিবেশনে তিনি কোন দিকে বসবেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে৷ যদিও দলত্যাগ বিরোধী আইনের কোপ থেকে বাঁচতে তাঁকে বসতে হবে বিরোধী আসনেই৷ কিন্তু বিজেপি’র সঙ্গে সম্মুখ সমরে নামা মুকুল রায় কী ভাবে বসবেন বিরোধীদের মাঝে? তাই ভেবে চিন্তেই বাছা হচ্ছে জায়গা৷ 

বিধানসভার নিয়ম অনুসারে অধ্যক্ষের বাম দিকে দ্বিতীয় গ্যালারিতে বসেন বিরোধী দলনেতা৷ তাঁকে ঘিরে বসেন বিরোধী বিধায়করা৷ সেখানেই কিছুটা দূরে বসবেন মুকুল৷ শুভেন্দু অধিকারী যেখানে বসবেন, তার বাম দিকের আসনে আগে বসতেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমানরা৷ সূত্রের খবর, সেই আসনেই বসবেন মুকুল রায়৷ যদিও বিধানসভায় বসার আসন নিয়ে অনেকেই দরবার করে থাকেন৷ তবে মুকুল রায়ের তরফ থেকে এমন কোনও আবেদন আসেনি৷ তাই সব কিছু ঠিক থাকলে শুভেন্দুর বাম দিকের আসনেই হয়তো বসবেন মুকুল৷ 

আরও পড়ুন- রাজ্যপালের বিধানসভার বক্তৃতায় আবার ‘কোপ’, এবারও হবে না সম্প্রচার

চবে মুকুল রায়কে নিয়ে বিজেপি কী অবস্থান নেবে তা নিয়ে জল্পনা রয়েছে৷ কারণ মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করায় তীব্র বিরোধিতা করেছে বিজেপি৷ তাঁকে চেয়ারম্যান করা হতে পারে বলেও জল্পনা৷ ফলে বিজেপি কী অবস্থান নেয় নদর থাকবে সেদিকেও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =