যানজট কবলিত শহরের তালিকায় কোথায় দাঁড়িয়ে কলকাতা?

যানজট কবলিত শহরের তালিকায় কোথায় দাঁড়িয়ে কলকাতা?

নয়াদিল্লি: শহর কলকাতার যানজটকে স্বস্তি দিয়ে গোটা প্রকাশিত হল দেশের সমস্ত ব্যস্ত শহরগুলির যানজটের নয়া সমীক্ষা রিপোর্ট৷ সেই সমীক্ষায় উঠে এসেছে অবিশ্বাস্য একটি তথ্য৷ বিশ্বের অন্যান্য ব্যস্ততম শহরগুলির মধ্যে যানজটের দিক থেকে অনেক পিছিয়ে আছে কলকাতা৷ অর্থাৎ যান চলাচলে সুষ্ঠ নিয়ন্ত্রণের দিক থেকে বহু গুণ এগিয়ে একদা দেশের রাজধানী কলকাতা৷

TomTom নামের একটি সংস্থা বিশ্বব্যাপী সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, গোটা বিশ্বের যানজটের নিরিখে শীর্ষস্থানে রয়েছে আইটি শহর বেঙ্গালুরু৷ সেখানে যানজটের মাত্রা ৭১শতাংশ৷ যা গোটা শুধু ভারতেই নয় গোটা বিশ্বেও প্রথম স্থান দখল করে আছে৷

দ্বিতীয় স্থানে মুম্বই৷ যানজটের হার ৬৫ শতাংশ৷ গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে দেশের বাণিজ্যনগরি৷ ঠিক তার পরের স্থানে রয়েছে পার্শ্ববর্তী শহর পুণে৷ এখানেও যানজটের হার কিছু কম নয়৷ প্রায় ৬০ শতাংশ ছুঁতে চলেছে৷ শুধু দেশের যানজট পূর্ণ শহরগুলির তালিকায় মুম্বই ও পুণে শহরের পরপর অবস্থান৷ বিশ্বের নিরিখে যানজটপূর্ণ শহরগুলির তালিকাতেও এই দুই শহরের মানিক জোড় অবস্থা৷ 

তবে দেশের রাজধানী দিল্লির যানজটের বিচারে দেশের চতুর্থ শহর ও বিশ্বের নিরিখে অষ্টম যানজটের শহর৷ এখানকার যানজটের হার ৫৬ শতাংশ৷ আর শহর কলকাতা একটি ব্যস্ততম শহর হওয়া সত্ত্বেও যানজটের বিচারে এদের ধারে কাছেও আসে না৷ তালিকায় স্থান পায়নি কলকাতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =