কলকাতা: সভার ২৪ ঘণ্টার আগেও মালদহে অমিত শাহের সভা ঘিরে জারি জটিলতা৷ সভার অনুমতি পেলেও হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে জট অব্যাহত৷ কিন্তু, কেন এই সমস্যা? উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অমিতের সভা নিয়ে সমস্যার কারণ নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অমিত শাহ জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ আমরা কারো নিরাপত্তা নিয়ে সমঝোতা করি না৷ ওখানে কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আছে৷ সভার আমরা অনুমতি দিয়েছি৷ কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ সভার অনুমতি নিয়ে মিথ্যা বলছে বিজেপি৷’’
ঠিক কী অভিযোগ তুলছে বিজেপি? সভার অনুমতি মিললেও মালদহে অমিত শাহের হেলিকপ্টার নামার ছাড়পত্র দেয়নি প্রশাসন৷ আগামিকাল মঙ্গলবার মালদহে অমিত শাহের সভা করা৷ কিন্তু, সভার ২৪ ঘণ্টা আগে কোথায় নামবে অমিত শাহের হেলিকপ্টর? তা নিয়ে এখনও কাটেনি৷ সূত্রের খবর, বিজেপির চিঠির জবাবে মালদহ জেলা প্রশাসন বলেছে, এই সপ্তাহে সেখানে ভিভিআইপি হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া সম্ভব নয়৷ চিঠিতে অতিরিক্ত জেলাশাসক বলেছেন, পিডব্লুডির একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মালদহ এয়ারপোর্টে আপ-গ্রেডেশনের কাজ চলছে৷ রানওয়ের ওপরে বালি, ধুলো এবং নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে আশপাশ এলাকায়৷ চিঠিতে আরও জানানো হয়েছে, নির্মাণ কাজের জন্য সেখানে থাকা অস্থায়ী হেলিপ্যাডও ব্যবহারের মতো অবস্থায় নেই৷ ফলে সেখানে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া সম্ভব নয়৷
রাজ্যের তরফে অসহযোগিতার অভিযোগ তুলে নারায়ণগড়ে একটি বিলাসবহুল হোটেলের পাশের জমিতে প্রাথমিক ভাবে হেলিকপ্টার নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদি, সেখানে তা সম্ভব না হয়, তার বিকল্প হিসাবে সভাস্থলের পাশে ফাঁকা ধানের জমিতে হেলিকপ্টার নামানোর পরিকল্পনা রয়েছে৷
WB CM: Permission given but there are security issues. Police had said chopper(Amit Shah’s)should land at some other place,I also change my chopper’s landing on police request.We granted permission for meeting as we believe in democracy.They(BJP)are distorting info&misleading ppl pic.twitter.com/pUcLTrqPF3
— ANI (@ANI) January 21, 2019