সারদার ‘লাল ডায়েরি’ কোথায়? জবাব দিলেন সুদীপ্ত সেন

বারাসত: সারদার লাল ডায়েরি কোথায়? মঙ্গলবার জবাব দিলেন সুদীপ্ত সেন৷ এদিন বারাসত আদালতে হাজিরা দিতে যান সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন৷ সেখানেই সাংবাদিকদের তরফে লাল ডায়েরি নিয়ে প্রশ্ন তোলা হয়৷ প্রায় মিনিট খানিক চুপ থাকার পর বিরক্তি প্রকাশ করে সারদাকার্তার জবাব, তিনি এই বিষয়ে কিছুই জানানে না৷ সাফ জানিয়ে দেন, ‘‘আমি আগেও বহুবার বলেছি, এখনও

bcd84faada3188ed2c6618865b11e00d

সারদার ‘লাল ডায়েরি’ কোথায়? জবাব দিলেন সুদীপ্ত সেন

বারাসত: সারদার লাল ডায়েরি কোথায়? মঙ্গলবার জবাব দিলেন সুদীপ্ত সেন৷ এদিন বারাসত আদালতে হাজিরা দিতে যান সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন৷ সেখানেই সাংবাদিকদের তরফে লাল ডায়েরি নিয়ে প্রশ্ন তোলা হয়৷ প্রায় মিনিট খানিক চুপ থাকার পর বিরক্তি প্রকাশ করে সারদাকার্তার জবাব, তিনি এই বিষয়ে কিছুই জানানে না৷ সাফ জানিয়ে দেন, ‘‘আমি আগেও বহুবার বলেছি, এখনও বলছি৷ ডায়েরির বিষয়ে আমার কিছু জানা নেই৷’’ তাহলে কার কাছে আছে? দেবযানী মুখোপাধ্যায়ের কাছে? প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ হয়ে সারদা কর্তার জবাব, দেবযানী মুখোপাধ্যায়ের কাছে থাকলে ওর কাছে বলুন৷’’

চিটফান্ড কাণ্ডে যখন সিবিআই-পুলিশের লড়াই পৌঁছে গিয়েছে জাতীয় রাজনীতির আঙিনায়, যখন দেশের শীর্ষ আদলতে চলছে মামলা, ঠিক তখন বিতর্কের ধুয়ো তুলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর সোমবার প্রশ্ন তোলেন, ‘‘কাকে বাঁচাতে চাইছেন মমতাদি? নিজেকে?’’ এরপরই তোলেন বিস্ফোরক প্রশ্ন৷ বলেন, ‘‘লাল ডায়েরি আর পেনড্রাইভ কার কাছে, দেশের মানুষ জানতে চাই৷’’

‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভে’র প্রসঙ্গ তোলা না হলেও সিবিআইয়ের তরফে পুলিশকর্তার বিরুদ্ধে চিটফান্ডকাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগও তোলা হয়েছে৷ এই নিয়ে চলছে মামলা৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে সারদা কর্তার এই জবাব ঘিরে রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে নয়া জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *