Aajbikel

‘প্রিয়ঙ্কা টিবরেওয়াল কোথায়?’ এজলাসে ঢুকে বিচারপতির হাতে চিরকুট ধরালেন আগন্তুক

 | 
অভিজিৎ প্রিয়াঙ্কা

কলকাতা: ‘নিখোঁজ’ প্রিয়াঙ্কা টিবরেওয়াল! তাঁর খোঁজ করতে করতেই ভরদুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঢুকে পড়লেন এক আগুন্তুক৷ সোজা বিচারপতির সামনে গিয়ে তাঁর হাতে গুঁজে দিলেন চিরকুট। তাতে লেখা, ‘‘প্রিয়ঙ্কা টিবরেওয়াল কোথায়?’’

শুক্রবার ১৭ নম্বর কোর্টে (এটাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস) প্রাথমিকের একটি মামলার শুনানি চলছিল৷ তখন সবে শুনানি শেষ হয়েছে। দুপুরের বিরতিতে এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় দুম করে তাঁর সামনে এসে দাঁড়ান এক আগন্তুক৷ যেখানে একমাত্র প্রবেশ করতে পারেন কোর্ট অফিসাররা। কিন্তু ওই আগন্তুক বিনা অনুমতিতেই একেবারে বিচারপতির সামনে পৌঁছে যায়৷ তাঁর হাতে ধরিয়ে দেন একটি চিরকুট। তিনি বলেন, ‘‘আমি বেলা ১১টা থেকে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে খুঁজছি। দুপুর ১টা পর্যন্ত খুঁজলাম। কিন্তু পেলাম না।’’

ঘটনার আকস্মিকতায় সকলেই তখন হতবম্ভ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি কী ভাবে বলব? এখান থেকে কি এ বিষয়ে জানানো হয়? আপনি আইনজীবীদের বলুন। ওঁনারা জানতে পারেন।’’ কিন্তু তিনি নাছোড়। বলেন, ‘‘আপনিই বলুন না। তা হলে ভাল হয়। আমি অনেক খুঁজেছি, পাচ্ছি না।’’

এরই মধ্যে কোর্ট রুমের বাইরে থেকে ভিতরে চলে আসেন এক পুলিশ আধিকারিক। চলে আসেন হাই কোর্টের শেরিফও। ওই ব্যক্তিকে কোনও ভাবে বের করে আনা হয়৷ পরে তিনি জানান, তাঁর নাম সুনীলকুমার পাল। পেশায় চিকিৎসক। বাড়ি রিষড়ায়। কিন্তু তিনি কেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে খুঁজছিলেন? কেন এবং কী ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঢুকে পড়লেন, সে ব্যাপারে কিছুই জানা যায়নি৷ 

Around The Web

Trending News

You May like